Advertisement
Advertisement

Breaking News

Kolkata Metro

মহাবীর জয়ন্তীতে কাটছাঁট মেট্রো পরিষেবায়, বদলাচ্ছে সময়সূচি?

কোন কোন রুটে কমছে মেট্রো?

236 metro IN BLUE LINE and 90 SERVICES IN GREEN LINE-1 ON MAHAVIR JAYANTI

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:April 8, 2025 6:49 pm
  • Updated:April 8, 2025 7:27 pm  

নব্যেন্দু হাজরা: মহাবীর জয়ন্তীতে রাজ্য সরকারি ছুটি। কাটছাঁট মেট্রো পরিষেবাও। দক্ষিণেশ্বর-কবি সুভাষ এবং শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে চলবে কম সংখ্যক মেট্রো। তবে সময়সূচিতে কোনও পরিবর্তন নেই।

বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী। ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। সুতরাং ওইদিন কম চলবে মেট্রো। দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে প্রতিদিন ২৬২টি মেট্রো চলাচল করে। মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার এই রুটে ছুটবে ২৩৬টি মেট্রো। তবে প্রতিদিনের মতোই নোয়াপাড়া থেকে দিনের প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫০ মিনিটে। মহানায়ক উত্তমকুমার থেকে ৬টা ৫৫ মিনিটে ছাড়বে প্রথম মেট্রো। দিনের শেষ মেট্রোর সময়সূচি বদলাবে না। মিলবে রাতের স্পেশাল মেট্রো। তবে কম সংখ্যক মেট্রো চলায় স্বাভাবিকভাবে দু’টি মেট্রোর মাঝের সময়ের ব্যবধান বাড়বে।

Advertisement

শুধু ব্লু লাইন নয়, শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটেও কম সংখ্যক মেট্রো ছুটবে। ওইদিন ৯০টি মেট্রো চলবে। ২০ মিনিটের ব্য়বধানে মিলবে মেট্রো। তবে দিনের প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচি পরিবর্তন হচ্ছে না। বাকি তিন রুট গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা অপরিবর্তিত থাকবে। ফলে যে সমস্ত যাত্রীরা মহাবীর জয়ন্তীতে রাস্তায় বেরবেন তাঁদের হাতে কিছুটা সময় রাখতে হবে।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement