Advertisement
Advertisement

Breaking News

Dol Arrest

দোলের দিন বেলেল্লাপনা, গ্রেপ্তার ২১২, আজ হোলিতেও কলকাতায় থাকছে কড়া নিরাপত্তা

২৮ লিটার নিষিদ্ধ মদও উদ্ধার হয়েছে।

212 arrested in Bengal Dol Purnima, security tight in Holi too | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:March 8, 2023 9:43 am
  • Updated:March 8, 2023 9:43 am  

স্টাফ রিপোর্টার: পুলিশের কড়া নজরদারি থাকা সত্ত্বেও দোলের (Dol 2023) দিন শহরে বেলেল্লাপনা রোখা গেল না। মঙ্গলবার দোলে অভব‌্যতার অভিযোগে ২১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেই জানা গিয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ছিল কড়া পুলিশি নজরদারি। মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। আজ অর্থাৎ বুধবার হোলিতেও (Holi 2023) থাকছে ২৭০০ পুলিশ। রাস্তার পাশাপাশি ঘাটগুলিতেও ছিল কড়া নজরদারি। ৬৬টি ঘাটে ছিল পুলিশ প্রহরা। এর মধ্যে যেমন গঙ্গার ঘাট রয়েছে, তেমনই রয়েছে কলকাতার পুকুর ও সরোবরের ঘাটগুলি। ৪৩টি ঘাটে ছিল কলকাতা পুলিশের ডিএমজি। বাকিগুলিতে স্থানীয় থানার পুলিশ নজরদারি চালায়। তবুও দোলের দিন দুর্ঘটনা রোখা যায়নি।

Advertisement

[আরও পড়ুন: আত্মঘাতী প্রেমিকার দেহ রাস্তায় ফেলে দিলেন প্রেমিক! হরিদেবপুরের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য]

এদিন রং খেলার পর স্নান করতে নেমে জলে ডুবে শহরে দু’জনের মৃত্যু হয়। দোলে বন্ধুদের সঙ্গে রং খেলার পর দুপুরে মানিকতলা অরবিন্দ পল্লিতে জলাশয়ে স্নান করতে নেমে তলিয়ে যান সুশান্ত পাইন নামে এক ব্যক্তি। ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ। অর্ণব হাজরা নামে নেতাজি নগরের এক যুবক রং খেলার পর স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। সূত্রে খবর, মদ্যপান করে জলে নেমেছিলেন দু’জনে।

এদিকে এবছর দোলের দিনই ছিল সবেবরাত। সবেবরাতের জন্য সন্ধে থেকে শহরে ছিল ১৩০০ অতিরিক্ত পুলিশ। দোলের দিন শহরে নেমেছিলেন ২৬ জন ডিসি। সবেবরাতের জন্য রাতে ছিলেন ৩ জন ডিসি। আজ‌ও হোলিতে ডিসিরা রাস্তায় থাকবেন। দিন ও রাতে ৪৪টি বাইক টহল দেয়। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াডের মধ্যে দিনে ছিল ২৭টি ও ১৯টি রাতে। ৫৮টি পিসিআর ভ‌্যান টহল দেয়। গাড়ির ভিতর থেকে যাতে রং না ছোড়া হয়, সেদিকে কড়া নজর ছিল পুলিশের। তবুও এদিন জোর করে গায়ে রং দেওয়া, গাড়িতে রং ছোড়া –এসব অপরাধে ২১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দোলের শহর থেকে ২৮ লিটার নিষিদ্ধ মদ উদ্ধার হয়েছে। লালবাজার জানিয়েছে, দোলের মতো আজ হোলিতেও রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকছে। কোথাও জোর করে রং দেওয়া হলে পুলিশ ব্যবস্থা নেবে।

[আরও পড়ুন: চলছে সিগন্যালিংয়ের কাজ, শিয়ালদহের বিভিন্ন শাখায় আগামী ৩ দিন বাতিল একাধিক ট্রেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement