Advertisement
Advertisement
Mamata Banerjee

‘মানুষ কেন যে ভুল বুঝল…’, লোকসভা ভোটে মালদহের ফল নিয়ে আক্ষেপ মমতার

'২০২৬-এ মালদহের আম আর আমসত্ত্ব এবার আমরাই পাব', শহিদ দিবসের মঞ্চ আশাপ্রকাশ করলেন তৃণমূল নেত্রী।

21 July TMC Rally: Mamata Banerjee regrets not winning any seats in Maldah in the Lok Sabha Election
Published by: Sucheta Sengupta
  • Posted:July 21, 2024 4:35 pm
  • Updated:July 21, 2024 5:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের লোকসভা ভোটে বঙ্গে তৃণমূলের ফলাফল তুলনামূলকভাবে ভালো হয়েছে। উনিশের তুলনায় চব্বিশে আরও বেশি আসনে জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কিন্তু এই সাফল্যের মাঝেও কাঁটা হয়ে রয়েছে মালদহের ফলাফল। এই জেলায় এবারও দাঁত ফোটাতে পারেনি শাসক শিবির। আর তা নিয়ে আক্ষেপের সুর ঝরে পড়ল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। একুশে জুলাই শহিদ দিবসের মঞ্চে এনিয়ে মুখ খুললেন তিনি। যাঁরা তৃণমূলকে সমর্থন করেননি, ভবিষ্যতে তাঁরা সমর্থন করবেন বলে আশা তাঁর।

মালদহ উত্তর ও মালদহ দক্ষিণে এবার একেবারে নতুন মুখে ভরসা রেখে লড়াইয়ের ময়দানে এগিয়ে দিয়েছিল রাজ্যের শাসকদল। মালদহ উত্তরে প্রাক্তন আইপিএস (IPS) প্রসূন বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল (TMC) প্রার্থী। খোদ তৃণমূল সুপ্রিমোর পছন্দের প্রার্থী ছিলেন তিনি। রাজনীতির জন্য তিনি আগাম অবসর নিয়েছিলেন দুঁদে পুলিশকর্তা। আর মালদহ দক্ষিণে তরুণ মুখ শাহনওয়াজ আলি রায়হান। তিনি বিদেশে পড়াশোনা করার মাঝেই দেশে ফিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে (Lok Sabha Election 2024) এঁদের কেউই জিততে পারেননি। মালদহ উত্তরে ফের জিতেছেন বিজেপির খগেন মুর্মু। আর মালদহ দক্ষিণে নিজেদের দখল রেখেছে কংগ্রেস। গণি পরিবারের ঈশা খান চৌধুরী সাংসদ হয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘কারও চাকরি যাবে না’, একুশের মঞ্চে দাঁড়িয়ে আশ্বাস মমতার]

এই ফলাফলে কপালে ভাঁজ পড়েছিল তৃণমূল নেত্রীর। এবার একুশের শহিদ মঞ্চে আক্ষেপের সুর ফুটে উঠল তাঁর গলায়। নিজের বক্তব্যে বললেন, ”মালদহ এবারও আমাদের ভোট দেয়নি। ওখানে কোনও আসন আমরা পাইনি। কেন যে মালদহের (Maldah) মানুষজন আমাদের ভুল বুঝলেন, জানি না। আপনারা যাঁদের ভোটে জেতালেন, একজন কংগ্রেস আরেকজন বিজেপি। তাঁরা কি আপনাদের জন্য কোনও কাজ করেছেন? আশা করি, যাঁরা এতদিন সমর্থন করেননি, তাঁরা এবার সমর্থন করবেন।” এর পর কিছুটা কৌতূকের সুরে বললেন, ”আশা করি, ২০২৬-এ মালদহের আম আর আমসত্ত্ব এবার আমরাই পাব।”

[আরও পড়ুন: একুশের মঞ্চে মমতার পাশে থাকার বার্তা অখিলেশের, বিজেপির সঙ্গে বার্তা কংগ্রেসকেও?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement