Advertisement
Advertisement

Breaking News

ED

বাড়ছে মামলার সংখ্যা, কর্মী সংকট মেটাতে কলকাতায় আরও ২০ ইডি আধিকারিক

বুধবার বিশেষ বৈঠক করেন ইডি আধিকারিকরা।

20 ED officials in Kolkata to boost force | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 25, 2022 1:25 pm
  • Updated:August 25, 2022 2:42 pm  

স্টাফ রিপোর্টার: রাজ্যজুড়ে বহু মামলার তদন্ত করছে ইডি এবং সিবিআই। আর্থিক দুর্নীতিতে ধৃত প্রভাবশালীদের জেরা, নানা জায়গায় তল্লাশি, আটক তথ্য খতিয়ে দেখার মতো গুরুত্বপূর্ণ কাজ সামলাতে হিমশিম দশা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্মীদের। কর্মী কম থাকায় বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে। এবার তদন্তে গতি আনতে দিল্লি থেকে ২০ জন ইডি আধিকারিকের বিশেষ দল এল, এমনটাই কলকাতার দপ্তরে বলে সূত্রের খবর।

আগামী দিনে রাজ্যজুড়ে বড় ধরনের অভিযান শুরু হবে বলে দাবি সংস্থার তরফে। সূত্রের খবর, মঙ্গলবারেই উপস্থিত হয়েছেন ইডি-র ২০ জন আধিকারিক। এরপর বুধবার বৈঠকের পরেই বিভিন্ন দলে ভাগ হয়ে তল্লাশি অভিযানের প্রস্তুতি শুরু করেছে ইডি। শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় হাজতবাসে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নগদ ৫০ কোটি টাকা-সহ একাধিক গুরুত্বপূর্ণ নথি, প্রচুর সোনার অলংকার উদ্ধার করেছেন ইডি-র আধিকারিকরা। আগামী দিনে জেলায় অভিযান শুরু হতে পারে বলে মনে করেছেন তদন্তকরীরা। দুর্নীতির বিস্তৃতি এতটাই যে তলানির সন্ধানে যেতে চান তদন্তকারীরা।

Advertisement

[আরও পড়ুন: বাস ও লরির মুখোমুখি ধাক্কা, হাওড়ার পাঁচলায় প্রাণ গেল ৩ জনের]

জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের গরু পাচার মামলাতেও আর্থিক কেলেঙ্কারির সন্ধানে নামবে ইডি। সূত্রের খবর, গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হককে আগেই হেফাজতে নিয়েছিল ইডি। এবার ফের তাঁকে হেফাজতে নিতে পারে, এমনই আশা। সেইসঙ্গে এই মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে মাঠে নামতে চলেছে ইডি (ED)। অনুব্রত ঘনিষ্ঠদের বিরাট সম্পত্তি কীভাবে এল? তাছাড়া তাঁর ও আত্মীয়দের অ্যাকাউন্ট থেকে যে ১৭ কোটি টাকা মিলেছে, সেই মামলাতেও যুক্ত হবে ইডি। অন্যদিকে, ১৯ জন তৃণমূল বিধায়ক, মন্ত্রী ও নেতাদের সম্পত্তি বৃদ্ধির মামলায় ইডি-কে পার্টি করার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। মনে করা হচ্ছে, খুব শীঘ্রই সেই মামলাতেও এবার ময়দানে নামবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফলে কর্মী চাই ফলে কর্মী চাই আরও। ফলে কর্মী চাই আরও।

[আরও পড়ুন: হাওড়ার পাঁচলায় দুর্ঘটনায় মৃত ৩, দু’লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement