Advertisement
Advertisement
Entally

সিন্ডিকেট বিবাদের জেরে বোমাবাজির চেষ্টা, ২ দুষ্কৃতীকে গণধোলাই উত্তেজিত জনতার, উত্তপ্ত এন্টালি

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

2 youth allegedly beaten up by local people in Entally | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 13, 2022 9:44 am
  • Updated:October 13, 2022 9:44 am  

অর্ণব আইচ: ফের সিন্ডিকেট বিবাদকে কেন্দ্র করে উত্তাল এন্টালি। এলাকায় বোমাবাজির চেষ্টা করে দু’জন। হাতে নাতে ধরে তাদের বেধড়ক মারধর করে উত্তেজিত জনতা। খবর দেওয়া হয় এন্টালি থানায়। ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়।

পূর্ব কলকাতার এন্টালির কনভেন্ট লেনে সিন্ডিকেটের লড়াই নতুন নয়। মাঝে মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে উপ্তত্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ জানিয়েছে, বুধবার রাতে আচমকা কয়েকজন দুষ্কৃতীকে এলাকায় ঘোরাফেরা করতে দেখেন স্থানীয়রা। অভিযোগ, তারা বোমাবাজির প্রস্তুতি নিয়ে এলাকায় এসেছিল। তাদের আচরণ দেখেই সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তাঁরা ওই দুষ্কৃতীদের তাড়া করে। কয়েকজন পালালেও দু’জন ধরা পড়ে যায়। তাদের কাছে মেলে দুটি তাজা বোমা। এরপরই ওই যুবকদের বেধড়ক মারধর শুরু করে উত্তেজিত জনতা।

Advertisement

[আরও পড়ুন: ‘ভাঁওতাবাজির চেয়ে ভাঁড়ামো অনেক ভাল’, বৈশাখীর নিশানায় শুভেন্দু, শোভনকে ‘ভাঁড়’ কটাক্ষের পালটা]

জনতার মারধরে আহত হয় দু্ষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় তাদের এনআরএস হাসপাতালে ভরতি করা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পুলিশ। চালানো হয় তল্লাশি। মোতিঝিল থেকে উদ্ধার হয়েছে বোমা। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের শাস্তি দেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, সিন্ডিকেট বিবাদের জেরে মঙ্গলবার রাতেও উত্তপ্ত হয়ে উঠেছিল এন্টালি। এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালোর অভিযোগও উঠেছিল। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে এক মূক ও বধির বৃদ্ধের। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ফের উত্তেজনা এন্টালিতে।

[আরও পড়ুন: শিল্পায়নে আরও একধাপ এগোল রাজ্য, তাজপুর বন্দরের নথি আদানি গোষ্ঠীকে হস্তান্তর মুখ্যমন্ত্রীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement