Advertisement
Advertisement

Breaking News

Dumdum

দমদমের রাস্তায় দুই তরুণীর শ্লীলতাহানি! অভিযুক্তকে গণধোলাই উত্তেজিত জনতার

অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

2 woman allegedly molested by a man in dumdum | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 19, 2021 8:46 am
  • Updated:July 19, 2021 8:54 am  

কলহার মুখোপাধ্যায়: হেঁটে যাওয়ার সময় দুই তরুণীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য। গায়ে হাত দেওয়ার চেষ্টার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দমদমের (DumDum) অমরপল্লি। অভিযুক্তকে বেধড়ক মারধরের পর স্থানীয়রাই তাকে তুলে দেয় পুলিশের হাতে। এই ঘটনার প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা।

জানা গিয়েছে, রবিবার সন্ধেয় দমদমের অমরপল্লি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বছর ২৫-এর দুই তরুণী। অভিযোগ, সেই সময় এক ব্যক্তি ক্রমাগত তাঁদের উদ্দেশ্যে করে কটুক্তি করতে থাকে। এক পর্যায়ে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে তাঁরা। এরপরই চিৎকার করতে শুরু করেন তরুণীরা। মুহূর্তে স্থানীয়রা জড়ো হয়ে যান সেখানে। অভিযুক্তকে ধরে ফেলে তারা। বেধড়ক মারধর করা হয় তাকে। এরপর খবর দেওয়া হয় দমদম থানায়।

Advertisement

[আরও পড়ুন: গড়িয়াহাটের তরুণী আইনজীবীকে সঙ্গমের প্রস্তাব নেতার! পুলিশে অভিযোগ দায়ের]

খবর পাওয়ামাত্রই দমদম থানার পুলিশ যায় ঘটনাস্থলে। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই অত্যন্ত আতঙ্কে নিগৃহীতরা। দমদমের মতো জনবহুল এলাকায় এহেন ঘটনায় স্বাভাবিকভাবেই ভীত স্থানীয়রাও। পুলিশের তরফে জানানো হয়েছে, শ্লীলতাহানির (Molestation) অভিযোগ পেয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

[আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতেও অটল ছিলেন কর্তব্যে, করোনায় মৃত্যুর পর সম্মান পেলেন ২ রেলকর্মী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement