Advertisement
Advertisement

Breaking News

Baguiati Case

অপহরণের পর কোটি টাকা মুক্তিপণ দাবি, ১৪ দিন পর উদ্ধার বাগুইআটির দুই ছাত্রের দেহ

মূল অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর উত্তেজিত জনতার।

2 student allegedly killed by neighbour in Baguiati on monday | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 6, 2022 3:59 pm
  • Updated:September 6, 2022 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপহরণের পর মুক্তিপণ চেয়ে মেসেজ। ১৪ দিনের মাথায় উদ্ধার বাগুইআটির (Baguiati) অপহৃত ছাত্রদের দেহ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ব্যাপক ভাঙচুর মূল অভিযুক্তের বাড়িতে। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ৪। কী কীরণে এই ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

বাগুইআটির জগৎপুরের বাসিন্দা ওই ছাত্রের নাম অতনু দে। বয়স মাত্র ১৭ বছর। বাবা কেন্দ্রীয় সরকারি কর্মচারী। জানা গিয়েছে, গত ২২ আগস্ট অতনু ও অভিষেক নস্কর নামে দুই কিশোর বাড়ি থেকে বের হয়। তারপর আর ফেরেনি তারা। এরপর অতনুর বাবার কাছে ১ কোটি টাকা মুক্তিপণ চেয়ে মেসেজ যায়। ২৪ তারিখ অতনুর বাবা বাগুইআটি থানায় লিখিত অভিযোগ জানান। শুরু হয় তদন্ত। প্রথমেই গ্রেপ্তার করা হয় অভিজিৎ নামে এক যুবককে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিজিৎকে জেরা করতেই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য।

Advertisement

[আরও পড়ুন:নদিয়ার ক্যাম্পে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী BSF জওয়ান, কারণ নিয়ে ধোঁয়াশা ]

পুলিশের দাবি অভিজিৎ জানায়, ঘটনার নেপথ্যে সত্যেন্দ্র। ২২ তারিখ বিকেলে নাকি অতনু ও অভিষেককে নিয়ে বেড়িয়েছিল সত্যেন্দ্র। তাদের একটি বাইকের শোরুমে নিয়ে যাওয়া হয়। সেখানে টাকা পয়সা সংক্রান্ত কিছু সমস্যা হয়। এরপর গাড়িতে চারজন অর্থাৎ সত্যেন্দ্র, অভিজিৎ, অতনু ও অভিষেক বাসন্তী এক্সপ্রেসওয়েতে যায়। গাড়িতেই নাকি শ্বাসরোধ করে খুন করা হয় অতনু ও অভিষেককে। এরপর একজনের দেহ ফেলে দেওয়া হয় বাসন্তী এক্সপ্রেসওয়ের পাশে। অপর দেহ ফেলে দেওয়া হয় বসিরহাটে।

 

অভিজিতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। মোবাইল টাওয়ার লোকেশনের ভিত্তিতে বসিরহাট থেকে অতনুর দেহ উদ্ধার করে পুলিশ। কিছুক্ষণের ব্যবধানে উদ্ধার হয় অভিষেকের দেহও। ইতিমধ্যেই পরিবারের সদস্যরা ২ কিশোরের দেহটি শনাক্ত করেছে। এদিনের অতনুর মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। সত্যেন্দ্রর বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। ব্যাপক ভাঙচুর চালানো হয়। তবে বেপাত্তা সত্যেন্দ্র। তার খোঁজে চলছে তল্লাশি।

[আরও পড়ুন: বিষ খেয়ে ‘আত্মঘাতী’ পঞ্চায়েতের উপপ্রধান, সুইসাইড নোটে প্রধান ও শিক্ষক নেতার নাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement