Advertisement
Advertisement

Breaking News

পাথুরিয়াঘাটায় ভেঙে পড়া বাড়ি থেকে উদ্ধার দুই মহিলার দেহ

রাতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়৷

2 dead bodies have been found from demolished building at pathuriaghata
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 14, 2016 3:28 pm
  • Updated:September 14, 2016 3:28 pm  

স্টাফ রিপোর্টার: পাথুরিয়াঘাটার ভাঙা বাড়ি থেকে দুই মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ৷ ভেঙে পড়ার আশঙ্কায় মঙ্গলবার বিকেলে বাড়িটি খালি করা হয়৷ ভাড়াটেদের আবেদনে বাড়ির মালিক বাড়ি ভাঙার জন্য পুরসভাকে চিঠিও দেন৷ কিন্তু রাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি৷ মাঝরাতে সন্ধ্যা রাই ও শ্বেতা রাই নামে দুই মহিলার দেহ উদ্ধার হয়েছে৷

বিকেল ছ’টা থেকে বাড়ির বাইরে ব্যারিকেড করেছিল পুলিশ৷ কেউ ভিতরে থাকার কথা নয়৷ কিন্তু এই দুই মহিলা কেন ভিতরে ছিলেন তার উত্তর খুঁজছে পুলিশ৷ মৃত দুই মহিলা বাড়িওয়ালা কমলাপ্রসাদ রাইয়ের পুত্রবধূ৷ পুরসভা ও পুলিশকে বাড়ি ভেঙে ফেলার জন্য পাঠানো চিঠিতে যাঁরা সই করেছিলেন তাঁদের মধ্যে মৃতা সন্ধ্যা রাইয়ের নামও আছে৷ এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছিল কাউন্সিলর ইলোরা সাহাকেও৷

Advertisement

বুধবার সকাল থেকে বিপর্যয় মোকাবিলা দফতর কাজ করছে৷ বেলা বাড়ার পর পুরসভার ইঞ্জিনিয়াররাও ঘটনাস্থলে আসেন৷ এদিনও স্থানীয়রা বাড়িটির অদূরে ভিড় করে ছিলেন৷ তাঁরা মঙ্গলবার রাতে বাড়ি ভেঙে পড়ার দৃশ্য মোবাইলবন্দি করেছেন৷ স্থানীয়রা জানিয়েছেন, কাউন্সিলরের কাছে ভগ্নপ্রায় বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করার আবেদন জানাতে গিয়েছিলেন৷ তার কিছুক্ষণের মধ্যেই হুড়মুড় করে ভেঙে পড়ল উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটের ওই তিনতলা বাড়ির সামনের অংশ৷ ধ্বংসস্তূপের ভিতর থেকে আটকে পড়া ২০ জন বাসিন্দাকে উদ্ধার করা হয়৷ রাতে ওই বাড়িটির ভিতর দু’জন আটকে থাকতে পারে বলে দমকলের কাছে খবর আসে৷

রাতে ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়৷ তিনি নিজে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ দেখভাল করেন৷ গভীর রাত পর্যন্ত ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চলে৷ ঘটনাস্থলে যান মন্ত্রী শশী পাঁজাও৷ বাসিন্দাদের পার্শ্ববর্তী ধর্মশালায় আশ্রয়ের ব্যবস্থা করা হয়৷ এই ঘটনার জেরে বন্ধ হয়ে যায় পাথুরিয়াঘাটা স্ট্রিটের একটি অংশ৷ বাড়িওয়ালার দাবি, ভাড়াটেদের তিনি সরে যেতে বলেছিলেন৷ কিন্তু ভাড়াটেরা সরছিলেন না৷ ভাড়াটেদের
পাল্টা দাবি, বাড়িওয়ালাকে বারবার বাড়িটি সারানোর কথা বলা সত্ত্বেও তিনি কর্ণপাত করেননি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement