Advertisement
Advertisement

Breaking News

Coronation Bridge

নতুন করে তৈরি হবে সেবকের করোনেশন ব্রিজ, পুনর্নির্মাণ হবে আরও এক সেতুর, সিদ্ধান্ত নবান্নের

রাজ্যের অন্যান্য সেতুর রিপোর্টও চাইল নবান্ন।

2 bridges of WB reconstructed | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 1, 2022 8:47 pm
  • Updated:November 1, 2022 8:48 pm  

গৌতম ব্রহ্ম ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: নতুন করে তৈরি হবে রাজ্যের দু’টি সেতু। গুজরাটের (Gujarat) মোরাবির সেতু দুর্ঘটনার পরই সতর্ক রাজ্য সরকার। এবার দু’টি সেতু ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। যে সমস্ত সেতু নিয়ে অভিযোগ রয়েছে তাদের স্বাস্থ্যপরীক্ষা করে বিস্তারিত রিপোর্ট তৈরি করতে হবে। নভেম্বরের মধ্যে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পূর্তদপ্তর ছাড়াও অন্যান্য দপ্তরের অধীনেও বহু ব্রিজ রয়েছে। সেই সমস্ত সেতুরও স্বাস্থ্যপরীক্ষা করা হবে।

রাজ্যের সেতুগুলির স্বাস্থ্য নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার নবান্নে বৈঠক ডেকেছিল পূর্তদপ্তর। এদিনের বৈঠকে হাজির ছিলেন পূর্তমন্ত্রী পুলক রায়, পূর্তদপ্তরের প্রিন্সিপাল সচিব, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। ভারচুয়ালি যোগ দিয়েছিলেন জেলার ইঞ্জিনিয়ার ও বিভাগীয় প্রধানরা। সেখানে পূর্তদপ্তরের অধীনে থাকা ২ হাজার ১০৯টি সেতু নিয়ে আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, যে সেতুগুলির স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে, অভিযোগ রয়েছে সেগুলির বিস্তারিত রিপোর্ট নভেম্বর মাসের মধ্যে জমা করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: দায়িত্ব পেয়েই শুভেন্দু গড়ে সক্রিয়, বিজেপিত্যাগী ২ নেতার সঙ্গে চা-চক্রে কুণাল ঘোষ]

এদিনের বৈঠক শেষে জানা গিয়েছে, নতুন করে দু’টি সেতু তৈরি করা হবে। এরমধ্যে রয়েছে মেদিনীপুরের কংসাবতী নদীর উপরে থাকা বীরেন্দ্র শাসমল সেতু। ইতিমধ্যে সেতুটির টেন্ডার পাশ হয়ে গিয়েছে। অপর সেতুটি উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ সেবক সেতু বা করোনেশন ব্রিজ। ব্রিজটির টেন্ডার পাশ হয়নি এখনও। আগামী ১৮ নভেম্বর টেন্ডার ডাকার কথা।

শুধুমাত্র পূর্তদপ্তর নয়, সেচ-বন-পরিবহণদপ্তরের অধীনেও বহু ব্রিজ রয়েছে। অধিকাংশ ঝুলন্ত সেতু রয়েছে স্থানীয় প্রশাসনের অধীনে। এবার সেই সেতুগুলিরও স্বাস্থ্যপরীক্ষা করে রিপোর্ট চেয়েছে নবান্ন। লোলেগাঁওতে ইতিমধ্যে একটি ঝুলন্ত কেবল ব্রিজের অবস্থা সংকটজনক। সেই সেতু থেকেই পরীক্ষা শুরু করার নির্দেশ জারি করেছে বনদপ্তর।

[আরও পড়ুন: ২০১৪ ও ২০১৭’র টেট উত্তীর্ণদের এখনই শংসাপত্র নয় তবে জানানো হবে নম্বর, জানাল পর্ষদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement