Advertisement
Advertisement
Beniapukur

কলকাতায় মুঙ্গেরি অস্ত্র পাচারের ছক! বেনিয়াপুকুর থেকে গ্রেপ্তার ২

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা।

2 arrested from beniapukur, allegedly planning arms smuggling

প্রতীকী ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:December 20, 2024 1:32 pm
  • Updated:December 20, 2024 1:33 pm  

অর্ণব আইচ: বিহার থেকে কলকাতায় অস্ত্র পাচারের ছক বানচাল। স্পেশাল টাস্ক ফোর্স-এর জালে দুই পাচারকারী। পূর্ব কলকাতার বেনিয়াপুকুর এলাকায় এজেসি বোস রোডের উপর একটি হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এর সঙ্গে জড়িত বাকিদের হদিশ পাওয়ার চেষ্টায় তদন্তকারীরা।

জানা গিয়েছে, ধৃতদের নাম রহিস কুমার ও মিরাজ মল্লিক। তারা দুজনই বিহারের গয়া জেলার বাসিন্দা। বৃহস্পতিবার কলকাতা আসেন তাঁরা। বেনিয়াপুকুরের হোটেলে ওঠেন। পরিকল্পনা ছিল, রাতে অস্ত্র পাচারের। এদিকে গোপন সূত্রে খবর পেয়েই ওই হোটেলে হানা দেয় এসটিএফ। রাতেই গ্রেপ্তার করা হয় দুজনকে। উদ্ধার করা হয়েছে দুটি ‘মুঙ্গের মেড’ ৯ এমএম পিস্তল ও ১৮টি বুলেট। ইতিমধ্যে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। 

Advertisement

কিন্তু কেন কলকাতায় আনা হয়েছিল এই অস্ত্র? রাতে কাদের কাছে তা পৌঁছে দেওয়ার কথা ছিল? এর সঙ্গে আর কে বা কারা জড়িত? সমস্ত প্রশ্নের উত্তর পেতে ধৃতদের জেরা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, কিছুদিন আগে শিয়ালদহ এলাকা থেকে অস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। এবার বেনিয়াপুকুরে একই ঘটনার পুনরাবৃত্তিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement