ছবি: প্রতীকী
অর্ণব আইচ ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়কের পরিচয় দিয়ে কোটি টাকা প্রতারণার চেষ্টা। খোদ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারকে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগে ধৃত ২। সূত্রের খবর, টেন্ডারের নামে ৫ কোটি ৮৮ লক্ষ টাকা আদায়ের চেষ্টা করা হয়েছিল। ফোন পাওয়া মাত্র হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই ২ জনকে গ্রেপ্তার করা হয়।
ধৃতদের নাম বিভাস সরকার (৫০) ও বিশ্বনাথ সরকার (৪৯)। বিভাস নিজেকে তৃণমূল সাংসদের ব্যক্তিগত সচিব পরিচয় দিয়ে টাকা চান বলে অভিযোগ।
অভিষেকের ব্যক্তিগত সচিব রয়েছেন। তাঁকে সকলেই চেনেন। তবে হরিদেবপুরের বাসিন্দা বিভাস নিজেকে তৃণমূল সাংসদের দ্বিতীয় ব্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়ে পূর্ব রেলওয়ের জিএমকে ফোন করে ৫ কোটি ৮৭ লক্ষ ৮২ হাজার ২০৩ টাকা মূল্যের দরপত্র পাস করাতে ফোন করে হুমকি দেন। অভিযোগ, প্রথমে তাঁর সঙ্গী বিশ্বনাথ দরপত্র পাসের জন্য জিএমকে ইমেল করেছিলেন। এরপর বিভাস নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় ব্যক্তিগত সচিব বলে পরিচয় দিয়ে পূর্ব রেলওয়ে কর্তাকে দ্রুত দরপত্র পাস করাতে নির্দেশ দেন। প্রায় ৬ কোটি মূল্যের ওই দরপত্র পাস না করালে ফল ভাল হবে না বলে ফোনে হুমকিও দেন।
হুমকি ফোন পাওয়ার পরই পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে শুক্রবার রাতে লালবাজার গোয়েন্দারা বিভাসকে বন্ডেল রোড থেকে গ্রেপ্তার করেছেন। জেরায় বিভাস নিজের দোষ স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। এদিন ব্যাঙ্কশাল আদালতে বিভাসকে তোলা হলে ১৯ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিভাসকে জেরা করে বিশ্বনাথের সন্ধান পায় পুলিশ।
বিশ্বনাথ পুরুলিয়ার সাঁতালডিহির বাসিন্দা। এদিন রাত ৯টায় পুরুলিয়া বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। অভিষেকের ভুয়ো ব্যক্তিগত এই সচিব ও তাঁর সঙ্গী আর কাদের কাছ থেকে টাকা তুলেছেন তা জেরা করে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাদের ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য খোঁজার চেষ্টা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.