Advertisement
Advertisement
share market

শেয়ার বাজারে অল্প বিনিয়োগে বিপুল রিটার্ন! লোক ঠকিয়ে জালে দুই

হাওড়ার বাসিন্দাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

2 arrested for allegedly promising fake return from share market

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:December 19, 2024 4:12 pm
  • Updated:December 19, 2024 4:12 pm  

অর্ণব আইচ: রাতারাতি ভাগ্যবদল! শেয়ার বাজারে অল্প টাকা বিনিয়োগে বিপুল রিটার্ন। এই লোভ দেখিয়ে জালিয়াতির ফাঁদ পেতেছিল এক প্রতারণা চক্র। বাঁশদ্রোণীর বাসিন্দার বিপুল টাকা হাতিয়েও নেয় তারা। সেই তদন্তে নেমে এবার হাওড়ার বাসিন্দাকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

কলকাতা পুলিশের সাইবার শাখায় অভিযোগ দায়ের করেছিলেন বাঁশদ্রোণীর বাসিন্দা রাজীব চক্রবর্তী। শেয়ার মার্কেটে অল্প টাকা বিনিয়োগ করলে রাতারাতি বিপুল রিটার্ন পাওয়া যাবে, এই প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৬৪ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এই অভিযোগের তদন্তে নেমে সরকারি ব্যাঙ্কের এক অ্যাকাউন্টে ৪৬ লক্ষ টাকার লেনদেনের হদিশ পায় তারা। সেই সূত্র ধরে প্রতারণা চক্রে অন্যতম অভিযুক্ত বারাসতের বাসিন্দা ৩৪ বছর বয়সি তন্ময় পালকে গ্রেপ্তার করা হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত তিনি পুলিশ হেফাজতে থাকবেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এবং অন্যান্য ডিজিটাল প্রমাণের উপর ভিত্তি করে আরও একজনের হদিশ মিলেছে।

Advertisement

বুধবার গভীর রাতে হাওড়ার লিলুয়ায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে শান্তনু গায়েনকে গ্রেপ্তার করা হয়। মাত্র ২০ বছর বয়সি ওই যুবকের অ্যাকাউন্টেই ঢুকেছিল ৪৬ লক্ষ টাকা। তদন্তকারীদের দাবি, শান্তনু এই প্রতারণা মামলার সঙ্গে সরাসরি যুক্ত। আজ, বৃহস্পতিবার তাঁরে আদালতে পেশ করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement