নিরুফা খাতুন: দুদিনের মধ্যে জোড়া দুর্ঘটনা মা উড়ালপুলে(Maa Flyover Accident)। বুধবার দিনের ব্যস্ত সময়ে মা ফ্লাইওভারে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি বাইক। সঙ্গে সঙ্গে বাইকের পিছনে বসা আরোহী ফ্লাইওভার থেকে ছিটকে প্রায় ৫০ ফুট নিচে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বাইপাসের এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে মৃত্যু হয় তাঁর।
জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে তিলজলা ট্রাফিক গার্ডের কাছে। সকাল সাড়ে ৮টা নাগাদ দ্রুত গতিতে একটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল। বাইকে ছিলেন দুজন। সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ডরেলে ধাক্কা মারে। চালক রক্ষা পেলেও উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান আরোহী।
গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম কেশব ঝা। ঘটনাস্থলে পৌঁছছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। বাইকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার জেরে উড়ালপুলে যানজট তৈরি হয়। তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
প্রসঙ্গত, সোমবারও এই উড়ালপুলে দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ হাই কমিশনের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে-মুচড়ে যায় একটি গাড়ি। দুর্ঘটনার জেরে কিছু ক্ষণের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোড উড়ালপুলে কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.