শুভঙ্কর বসু: করোনা হাসপাতালে মোবাইল নিষিদ্ধকরণ নিয়ে মামলা করেছিল হিন্দু জাগরণ মঞ্চ। পাশাপাশি একই কারণে মামলা দায়ের করেছিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। দু’টি মামলার শুনানি আগামী ১৯ মে হবে বলে শুক্রবার জানিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এ বিষয়ে রাজ্য সরকার কি করতে চাইছে ওই দিনের মধ্যে তা জানাতে বলেছে হাই কোর্ট।
শুক্রবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে মামলার এক প্রস্থ শুনানির পর প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণণ ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়ে দিয়েছেন। এছাড়াও এ রাজ্য থেকে কতজন দিল্লির তবলিঘি জামাতের জমায়েতে যোগ দিয়েছিলেন? করোনা হাসপাতালে মোবাইল নিষিদ্ধকরণ, রাজ্যে করোনায় কতজন মারা গিয়েছেন-সহ একাধিক মামলায় রাজ্য সরকারের কাছে তথ্য তলব করেছিলেন সাংসদ অর্জুন সিং।
সেসব বিষয়ে রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। পাশাপাশি রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য বিজেপির তরফ থেকে হাই কোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলায় চিকিৎসকদের পিপিই প্রদান, গাইডলাইন মেনে করোনা চিকিৎসা, ডেথ সার্টিফিকেটের জন্য রাজ্যের গঠিত কমিটি নিয়ে প্রশ্ন তোলা হয়। ১৯ তারিখ খোলা আদালতে সেই মামলার শুনানি হবে বলেও জানিয়ে দিয়েছে হাই কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.