Advertisement
Advertisement

Breaking News

Shalimar

যত কাণ্ড শালিমারে! এবার প্ল্যাটফর্ম থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা, আটক ১

এত টাকার উৎস কী জানতে চাওয়া হলে ওই ব্যক্তি কোনও সদুত্তর দিতে পারেননি।

18 lac rupees found from Shalimar station platform, 1 arrested
Published by: Subhankar Patra
  • Posted:December 22, 2024 12:40 pm
  • Updated:December 22, 2024 3:39 pm  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: যত কাণ্ড শালিমারে! প্ল্যাটফর্ম থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। এক ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়ে থেকে উদ্ধার প্রায় ১৮ লক্ষ টাকা। রবিবার সকালে তাঁকে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জিজ্ঞাসাবাদ করে জিআরপি। এত টাকা কোথা থেকে এল, তার বৈধ্য সদুত্তর দিতে পারেননি ওই ব্যক্তি। তাঁকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিনয় কুমার। তিনি হাওড়া পিকে ব্যানার্জি রোডের বাসিন্দা। রবিবার পাটনা-শালিমার দুরন্ত এক্সপ্রেসে করে শালিমার স্টেশনে নামেন। তাঁর থেকে ওই ট্রেনের টিকিট পাওয়া গিয়েছে। তিন নম্বর প্ল্যাটফর্মে বিনয়কে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে জিআরপি আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর ব্যাগ খুলতেই চক্ষু ছানাবড়া অবস্থা হয় পুলিশের। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ১৭ লক্ষ ৯৫ হাজার টাকা। নিয়ম মেনে টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Advertisement

এত টাকার উৎস কী? জানতে চাওয়া হলে ওই ব্যক্তি কোনও সদুত্তর দিতে পারেননি। বিনয়কে আটক করে শালিমার জিআরপি থানায় নিয়ে আসা হয়েছে। এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কোথা থেকেই বা আনা হল? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানতে তদন্ত শুরু করেছেন জিআরপি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement