Advertisement
Advertisement
বন্দে ভারত মিশন

বন্দে ভারত মিশনে ফিরছেন বাংলাদেশে আটকে পড়া ১৬০ জন, সোমবার কলকাতায় নামবে বিমান

ওই যাত্রীরা কোথায় কোয়ারেন্টাইনে থাকতে চান তালিকা প্রস্তুত।

160 Passenger come back Kolkata in tomorrow from Bangladesh

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:May 17, 2020 9:53 am
  • Updated:May 17, 2020 9:58 am

তরুণকান্তি দাস: বিদেশে আটকে থাকা বাঙালিদের ফেরাতে কেন্দ্রকে সম্মতি জানানো হয়েছিল আগেই। এবার রাজ্য সরকার জানিয়ে দিল বাংলাদেশ থেকে ১৬০ জন যাত্রী নিয়ে প্রথম বিমানটি নামছে ১৮ মে, সোমবার। তারপর অন্যান্য দেশগুলো থেকেও একে একে বিমানে করে ফিরবেন আটকে থাকা বাংলার লোকজন। এজন্য দমদম বিমানবন্দরে নিরাপত্তাজনিত সমস্ত ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ থেকে ফেরা ওই ১৬০ জন যাত্রী কলকাতায় পা রাখার পর কে কোথায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে চান তার তালিকা প্রস্তুত হয়েছে। সেইমতো পরিবহণের ব্যবস্থা রাখা হবে বিমানবন্দরে। সেখানে করোনা সংক্রমণজনিত প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর তাঁদেরকে পাঠানো হবে কোয়ারেন্টাইনে।

রাজ্য সরকারের একটি সূত্রে খবর, ওই ১৬০ জনের অনেকেই বেসরকারি হোটেলে থাকতে চেয়েছেন। সেই হোটেলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে পুরো ভবন স্যানিটাইজ করার জন্য। কলকাতা বিমানবন্দর লাগোয়া একটি হোটেলে উঠবেন কয়েকজন রাজারহাটের একটি কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে কয়েকজনকে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় শনিবার জানান, “কেন্দ্রের সঙ্গে আমাদের মুখ্যসচিবের এ বিষয়ে একাধিকবার কথা চালাচালির পর সবকিছু চূড়ান্ত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যাঁরা ফিরবেন তাঁদের জন্য সমস্ত ব্যবস্থা চূড়ান্ত। কেউ চাইলে নিজের খরচে হোটেলে থাকতে পারেন। সেই হোটেলগুলির তালিকা তৈরি করেছে রাজ্য সরকার। যদি সরকারি ব্যবস্থাপনায় কেউ থাকতে চান, তার জন্য তিনটি কোয়ারেন্টাইন সেন্টার রাখা হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: মা উড়ালপুলে মর্মান্তিক দুর্ঘটনা, ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু যুবকের]

পরিযায়ী শ্রমিকদের যখন ফেরানো হচ্ছে, তখন বিদেশে আটকে পড়াদের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও কেন্দ্র ও রাজ্যের মধ্যে দড়ি টানাটানি চলছিল। অনেক টুইট যুদ্ধ এবং চিঠি চালাচালির পর শেষ পর্যন্ত ঠিক হয়েছে কলকাতা বিমানবন্দর হয়ে ফিরবেন প্রবাসে আটকে থাকা লোকজন। যেসব দেশে আটকে রয়েছেন, সেখানকার দূতাবাসে যোগাযোগ করেছিলেন তাঁরা। ওই সব দূতাবাসের তরফে দিল্লিতে বিদেশ মন্ত্রকের কাছে বিস্তারিত তালিকা পাঠানো হয়। সেই তালিকা আসে রাজ্যের কাছে। আলাপনবাবু জানিয়েছেন, “বিমানবন্দর থেকে কোয়ারেন্টাইন সেন্টারে যেতে যাতে কোন অসুবিধা না হয়, তার জন্য অ্যাপ নির্ভর ক্যাব পরিষেবা ও ট্যাক্সি রাখা থাকবে। ফলে কোনও সমস্যা হবে না।”

[আরও পড়ুন: কলকাতা-হাওড়ার পর বিধাননগর, করোনা রোগী শনাক্তকরণে শুরু বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement