Advertisement
Advertisement

Breaking News

করোনা

২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় প্রাণ হারাননি একজনও, রাজ্যে আক্রান্ত আরও ১৪২

পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার পর কিছু জেলায় আচমকা সংক্রমণের হার বেড়েছে।

142 more tested positive in last 24 hrs and 3 dead in West bengal
Published by: Sulaya Singha
  • Posted:May 20, 2020 7:54 pm
  • Updated:May 20, 2020 7:56 pm  

সন্দীপ চক্রবর্তী: একদিকে রাজ্যজুড়ে তাণ্ডব দেখাতে শুরু করেছে সুপার সাইক্লোন আমফান। আর অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে করোনার দাপট। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৪২ জন। মৃত্যু হল আরও তিনজনের। যদিও গত বেশ কয়েকদিনের নিরিখে এই হার অনেক টাই কম।

উল্লেখযোগ্যভাবে বহুদিন পর কলকাতায় কোনও মৃত্যুর খবর নেই ২৪ ঘণ্টায়। করোনার বলি হয়েছেন উত্তর ২৪ পরগনা, হুগলি এবং হাওড়ার বাসিন্দা। রাজ্যে এই পর্যন্ত শুধুমাত্র করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হল ১৮১। এছাড়া কো-মর্বিডিটির কারণে মৃত্যু হয়েছে ৭২ জনের। অর্থাৎ সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা ২৫০ পেরোল। তবে একদিনে ৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১৩৬ করোনা আক্রান্ত।

Advertisement

[আরও পড়ুন: করোনাতঙ্কে পাড়ায় প্রবেশ নিষেধ, পরিযায়ী সাত শ্রমিক ‘ঘর’ বাঁধলেন শ্মশানেই]

বুধবার রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের হিসেব অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০৩ জন। যাঁদের মধ্যে ১৪২ জন আক্রান্ত গত ২৪ ঘণ্টায়। পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার পর কিছু জেলায় আচমকা সংক্রমণের হার বেড়েছে। দার্জিলিং, মালদহ, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে একজন করে আক্রান্ত হয়েছেন। এদিকে বীরভূম, পূর্ব বর্ধমানে চারজন করে ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ হলেও উত্তর দিনাজপুরে এই সংখ্যা তিন। কলকাতা অবশ্য
যথারীতি উদ্বেগ বাড়াচ্ছে। এখানে একদিনে আক্রান্ত ৬৯ জন। এখনও পর্যন্ত তিলোত্তমায় ১,৫০২ জনের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। উত্তর ২৪ পরগনা এবং হাওড়ার ক্ষেত্রে আক্রান্তের সংখ্যা ২৪ করে।

রাজ্যে অবশ্য এই সময় করোনা পরীক্ষার হারও বেড়েছে অনেক। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭২০ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। মোট পরীক্ষা করা হয়েছে ১ লক্ষ ১১ হাজার দু’জনের। প্রতি দশ লক্ষের নিরিখে হার বেড়েছে অনেকটাই। এদিনের পরিসংখ্যানে সংখ্যাটা হল ১ হাজার ২৩৩। প্রতি একশো জনের ক্ষেত্রে পজিটিভ এসেছে ২.৮০ শতাংশের। এই হার কমছে প্রতিদিন। অন্যদিকে বাড়ছে সুস্থতার হার। এখন শতাংশের নিরিখে ৩৬.৬০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বেড়েছে ল্যাবরেটরির সংখ্যাও।

[আরও পড়ুন: মানবিকতার নজির, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ব্যবস্থা করল জয়সওয়াল সমাজ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement