Advertisement
Advertisement
Duare Sarkar

সপ্তম দফার দুয়ারে সরকারে ১০০ শতাংশ পরিষেবা, জানাল নবান্ন

যাঁদের আবেদন অনুমোদন পেয়েছে, তাঁরা প্রত্যেকেই পরিষেবা পেয়েছেন।

100 percent of the people in 7th phase Duare Sarkar program got services। Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:October 1, 2023 12:18 pm
  • Updated:October 1, 2023 12:19 pm  

নব্যেন্দু হাজরা: সপ্তম দফা দুয়ারে সরকার কর্মসূচিতে ১২ টি প্রকল্পে আবেদনকারী ১০০ শতাংশ মানুষ পরিষেবা পেয়েছেন। শনিবার নবান্নের তরফে জানানো হয়েছে, ঐক‌্যশ্রী, কন‌্যাশ্রী, খাদ‌্যসাথী, রূপশ্রীর মতো ১২টি প্রকল্পে যাঁদের আবেদন অনুমোদন পেয়েছে, তাঁরা প্রত্যেকেই পরিষেবা পেয়েছেন।

এই দফায় মোট ৩৫টি প্রকল্পে সরকারি প্রকল্পে পরিষেবা প্রদান করা হয়েছে। গত ১ সেপ্টেম্বর থেকে রাজ‌্যজুড়ে শুরু হয়েছে এই দুয়ারে সরকারি কর্মসূচি। প্রায় দু’লক্ষ ক‌্যাম্প করা হয়েছে। ৯৯ হাজার ৭৩০টি ক‌্যাম্পে আবেদন জমা নেওয়া হয়েছে। আর ৯৯ হাজার ৪২৭টি থেকে পরিষেবা প্রদান করা হয়েছে। মোট আবেদন জমা পড়েছে ৮৯ লক্ষ ১১ হাজার ৪৬৮টি।

Advertisement

[আরও পড়ুন: ক্লেইটনের জোড়া গোলে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল, স্বস্তি পেলেন কার্লেস কুয়াদ্রাত]

প্রসঙ্গত, এর আগে গত এপ্রিল মাসে দুয়ারে সরকারের (Duare Sarkar) ষষ্ঠ দফায় রাজ‌্যজুড়ে প্রায় আধ কোটি মানুষ পরিষেবা পেয়েছিলেন। ১ এপ্রিল থেকে এক মাস ধরে কর্মসূচিতে ৪৭,১১,২৬০ জন উপভোক্তা পরিষেবা পেয়েছিলেন। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সবথেকে বেশি মহিলা টাকা পেয়েছিলেন। সংখ‌্যাটা প্রায় ১১ লক্ষ। তার পরই ছিল স্বাস্থ‌্যসাথী।

[আরও পড়ুন: আদৌ বাস্তবে ছিলেন গোপাল ভাঁড়? ইতিহাসের অন্ধগলিতে লুকিয়ে কোন সত্যি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement