Advertisement
Advertisement

Breaking News

‘এক কোটি বাংলাদেশিকে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে মমতার সরকার’

বিস্ফোরক অভিযোগ সিদ্ধার্থনাথ সিংয়ের।

1 crore bangladeshis getting helth services illegally in Bengal: UP Health minister
Published by: Kumaresh Halder
  • Posted:September 30, 2018 8:09 pm
  • Updated:September 30, 2018 8:09 pm  

রূপায়ন গঙ্গোপাধ্যায়:  উত্তরপ্রদেশের যোগী মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন তিনি৷ কিন্তু এখনও তাঁর মন বাঙলাতেই পড়ে আছে। কলকাতায় ঝটিকা সফরে এসে রবিবার চিকিৎসক সংগঠনের একটি অনুষ্ঠানে এমনটাই বললেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী সিদ্ধার্থনাথ সিং৷  মঞ্চে দিলীপ ঘোষের উপস্থিতিতে তিনি বললেন, ‘‘উত্তরপ্রদেশে মন্ত্রী হয়েছি ঠিকই৷ বাংলায় কাজ করতেই বেশি ভালো লাগতো। এখানে অনেক বড় লক্ষ্য ছিল৷’’ দিলীপ ঘোষকে তিনি বলেন, ‘‘যখনই দরকার হবে ডাকবেন। আমি চলে আসব৷’’

[ইসলামপুর কাণ্ডে মৃতের পরিবারকে নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে বিজেপি]

রবিবার রোটারি সদনে বিজেপি প্রভাবিত একটি চিকিৎসক সংগঠনের অনুষ্ঠানে ছিলেন সিদ্ধার্থনাথ৷ বাংলায় রাজনৈতিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রী৷ একই সঙ্গে, রাজ্য শাসনে উত্তরপ্রদেশ সরকার কিভাবে কাজ করেছে, তা অনুসরণ করার পরামর্শ দেন যোগীর মন্ত্রী৷ সিদ্ধার্থনাথের অভিযোগ, ‘‘লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদির সুবিধা হবে ভেবে বাংলার সরকার আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রচার করছে না। জনগণের স্বার্থ থেকে ভোটের স্বার্থকে বড় করে দেখা হচ্ছে।’’ সিদ্ধার্থের অভিযোগ, ‘‘এনআরসিকে সমর্থন না করে ভোট ব্যাংকের রাজনীতি করছে এখানকার সরকার৷ কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্পের সুবিধা বাংলাদেশ থেকে এখানে আসা ১ কোটি বেআইনি অনুপ্রবেশকারীরা পাচ্ছে। বঞ্চিত ভারতীয়রা।’’ এদিন, আয়ুষ্মান ভারত প্রকল্পের প্রচারে একটি ট্যাবলোর উদ্বোধন করেন সিদ্ধার্থনাথ, দিলীপ ঘোষরা৷

Advertisement

[চলন্ত ট্রেনের গেটে দাঁড়িয়ে মোবাইলে কথা, আচমকা পড়ে মৃত্যু যুবকের]

গত কয়েক বছরে বিনামূল্যে সরকারি চিকিৎসা, ন্যায্যমূল্যে ওষুধ ও জেলায় জেলায় উন্নত চিকিৎসা ব্যবস্থা চালু করে আগেই চমক দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ বাম আমলের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনও ঘটেছে বলেও দাবি করে তৃণমূল৷ ফলে, এই মুহূর্তে বিজেপি নেতার স্বাস্থ্য নিয়ে আক্রমণ খুব একটা ধোপে টিকবেন না বলেই মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একাংশ৷

[‘সুজয়দা-পুঁচকি’র প্রেমকাহিনি দিয়েই সচেতনতার পাঠ কলকাতা ট্রাফিক পুলিশের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement