সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লিগ টেবিলে দুই দলের অবস্থান বেশ কাছাকাছি। বেঙ্গালুরু এফসি রয়েছে ৮ নম্বরে, ইস্টবেঙ্গল দশে। দুই দলই নিজেদের শেষ দুই ম্যাচ হেরেছে। ফলে শুক্রবার হারের হ্যাটট্রিক এড়ানোর লড়াইয়ে নামছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু (Bengaluru FC) আর ক্লেটন সিলভার ইস্টবেঙ্গল (East Bengal)।
ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলেও আইএসএলে ছন্দে নেই সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। ক্যাপ্টেনের অফ ফর্মের প্রভাব পড়ছে বেঙ্গালুরুর খেলায়। তবে প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার ভুল করতে নারাজ ইস্টবেঙ্গলের অন্যতম অধিনায়ক ক্লেটন। বলছেন, “আমরা কিছু ক্ষেত্রে ভুল করছি। আর বেঙ্গালুরুর অবস্থাও অনেকটা আমাদের মতো। লিগে এখনও ছন্দ খুঁজে না পেলেও ওদের কয়েকজন দুর্দান্ত ফুটবলার আছে। এমন প্রতিপক্ষকে গুরুত্ব দিতেই হবে।
ঘরের মাঠে ওরা জেতার জন্য মরিয়া থাকবে। তবে আমাদের সাহসী ফুটবল খেলে তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে হবে।” গত দুই মরশুম বেঙ্গালুরুর হয়ে খেলেছেন ক্লেটন। আইএসএলে দু’বছরে ১৬ গোল আর ৭ অ্যাসিস্টের পরও এবছর তাঁকে দলে রাখা হয়নি। ফলে শুক্রবার কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচটা ক্লেটনের কাছে জবাব দেওয়ার মঞ্চও।
বেঙ্গালুরুকে গুরুত্ব দেওয়ার কথা শোনা গিয়েছে স্টিফেন কনস্ট্যানটাইনের মুখেও। ইস্টবেঙ্গল কোচের কথায়, “বেঙ্গালুরু স্কোয়াড ধরে রাখার সুবিধা পাচ্ছে। তার উপর সাইমন গ্রেসন ভাল কোচ। ওদের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.