অ্যাওয়ে ম্যাচে জয়ের খোঁজে মোহনবাগান। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলতি আইএসএলে (ISL 10) এবার মোহনবাগানের (Mohun Bagan) প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড (North East United FC)। এই নর্থ-ইস্টকেই কিছুদিন আগে যুবভারতীতে পাঁচ গোল দিয়েছিল ইস্টবেঙ্গল। তা সত্ত্বেও ঘরের মাঠে নর্থ-ইস্ট যথেষ্টই শক্তিশালী তা ভালোভাবেই জানেন সবুজ-মেরুনের হেড কোচ জুয়ান ফেরান্দো (Juan Ferando)। কারণ, এই দলের কাছে গতবার অ্যাওয়ে ম্যাচে হারতে হয়েছিল মোহনবাগানকে। অথচ এই গুরুত্বপূর্ণ ম্যাচেই তিনি থাকবেন না কোচের চেয়ারে। তাঁর বদলে দায়িত্ব থাকবে সহকারী কোচ ক্লিফোর্ড মিরিন্ডার কাঁধে।
ম্যচের দিন মাঠে না থাকলে কী হবে, দলের সঙ্গে থাকবেন ফেরান্দো। নর্থ-ইস্ট ম্যাচে গ্যালারিতেও দেখা যাবে তাঁকে। বৃহস্পতিবার সকালে কলকাতায় অনুশীলন করে গুয়াহাটি উড়ে গিয়েছিল সবুজ-মেরুন বাহিনী। দলের সঙ্গে গিয়েছেন মনবীর সিং, অনিরুধ থাপারাও। তবে দলের সঙ্গে যান নি সাহাল আবদুল সামাদ ও গ্লেন মার্টিন্স। মনবীর পুরোদমে অনুশীলন করেছেন।
এই মুহূর্তে নয় ম্যাচে দশ পয়েন্ট পেয়ে এই মুহূর্তে লিগ টেবিলের সাত নম্বর স্থানে রয়েছে পাহাড়ের দলটি। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন জেসন কামিংসরা। ছয় ম্যাচে পাঁচটিতে জয়, একটিতে ড্র করেছে মোহনবাগান। এর মধ্যে গত ম্যাচে ওড়িশার বিরুদ্ধে দু গোলে পিছিয়ে পড়েও দু গোলে ম্যাচ ড্র করেছেন কিয়ান নাসিরিরা। সেই ম্যাচে আবার ছিলেন না হুগো বুমোস, দিমিত্রি পেত্রাতোসের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররা।
শেষ তিন ম্যাচ জয়ের মুখ দেখেনি নর্থ-ইস্ট। তার উপর ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোল খেয়েছে তারা। এমন অবস্থাতেও কিন্তু বিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ ক্লিফোর্ড মিরিন্ডা, “তিন পয়েন্ট যখন লক্ষ্য তখন যে কোনও বিপক্ষকেই হালকা ভাবে নেওয়া যাবে না। খুব ভালো দল। কোচ ভালো। ওদের গত ম্যাচ দেখুন, হায়দরাবাদের বিপক্ষে ভালো খেলেছে। আইএসএলে যে কোনও দল যখন খুশি ঘুরে দাঁড়াতে পারে। এই ম্যাচটা তাই কখনওই সহজ ম্যাচ নয়, যেমন গুরুত্বপূর্ণ ম্যাচ, তেমনই কঠিন ম্যাচ হতে চলেছে আমাদের জন্য।”
বাড়তি সতর্কতার কারণ কি গতবারের অ্যাওয়ে ম্যাচে নর্থ-ইস্টের কাছে অপ্রত্যাশিত হার? হয়তো সেই ফলাফলের দিকে তাকিয়েই ইস্টবেঙ্গলের কাছে পাঁচ গোল খাওয়া দলের বিরুদ্ধেও অতি সতর্ক মোহনবাগান। তবে অতি সতর্ক হলেও, তিন পয়েন্টে জন্যই সবুজ-মেরুন মাঠে নামবে। সেটাও জানিয়ে রাখলেন ক্লিফোর্ড মিরিন্ডা।
আজ আইএসএলে
নর্থ-ইস্ট ইউনাইটেড
বনাম মোহনবাগান
ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক
স্টেডিয়াম, গুয়াহাটি
ম্যাচ শুরু রাত ৮.০০ থেকে।
সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮-এ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.