Advertisement
Advertisement

Breaking News

ISL 10

ওড়িশার বিরুদ্ধে নামার আগে কাকে নিয়ে চিন্তিত লাল-হলুদের হেড কোচ কুয়াদ্রাত?

ঘরের মাঠে জয় পাবে ইস্টবেঙ্গল?

ISL 10: East Bengal eger win against Odisha FC in ISL। Sangbad Pratidin

কার্লেস কুয়াদ্রাত। ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 22, 2023 1:21 pm
  • Updated:December 22, 2023 1:21 pm  

স্টাফ রিপোর্টার: দু’দশক আগে একসঙ্গে বার্সেলোনায় (Barcelona FC) কাজ করেছেন। সেই সূত্রেই আলাপ এবং বন্ধুত্ব। শুক্রবার, ২২ ডিসেম্বর চলতি আইএসএলে (ISL 10) যুবভারতী স্টেডিয়ামে ওড়িশা এফসি (Odisha FC) বধের পথে সেই বন্ধুই সবচেয়ে বড় কাঁটা হতে চলেছেন কার্লেস কুয়াদ্রাতের (Carles Cuadrat) দল ইস্টবেঙ্গলের (East Bengal) জন্য।

সেই বন্ধু আর কেউ নয়, খোদ ওড়িশা এফসি কোচ সের্জিও লোবেরা (Sergio Lobera)। চলতি মরশুমের শুরুতে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে প্রবলভাবে ছিলেন লোবেরা। শেষ পর্যন্ত তিনি ওড়িশা যাওয়ায় লাল-হলুদের দায়িত্বে আসেন আরেক স্প্যানিশ কুয়াদ্রাত। লোবেরার সঙ্গে বন্ধুত্ব প্রসঙ্গে কুয়াদ্রাত বলছিলেন, “আমরা প্রায় কুড়ি বছরের পরিচিত। ওর সঙ্গে বার্সেলোনায় কাজ করেছি। আমরা একে অপরকে শ্রদ্ধা করি। তবে সেই বন্ধুত্ব বাইরে রেখেই মাঠে মুখোমুখি হব। তিন পয়েন্ট ছাড়া আর কোনও ভাবনা নেই আমাদের।”

Advertisement

[আরও পড়ুন: অপেক্ষার অবসান, মোহনবাগানে বসল অমর একাদশের মূর্তি]

টানা চার ম্যাচে অপরাজিত ইস্টবেঙ্গল, শেষ তিন ম্যাচেই ক্লিনশিট। তা থেকেই জয়ের রসদ খুঁজছেন কুয়াদ্রাত, “আমরা উন্নতির পথেই আছি। মুম্বইয়ে ভালো একটা ম্যাচ খেলেছি। সেটা আত্মবিশ্বাস বাড়াবে। তবে ওড়িশা এফসি শক্তিশালী দল। ওদের বিরুদ্ধে কাজটা সহজ হবে না। আমরাও নিজেদের মতো করে পরিকল্পনা তৈরি করেছি।”

এই ম্যাচেও গোলের জন্য ক্লেটন সিলভার (Cleiton Silva) দিকেই তাকিয়ে ইস্টবেঙ্গল। ক্লেটন বলছিলেন, “দল ক্লিনশিট রেখেছে শেষ তিন ম্যাচ। গোল না খাওয়াটা ফুটবলে সবসময়ই ইতিবাচক দিক।”

আজ আইএসএলে
ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি
রাত ৮.০০, যুবভারতী, স্পোর্টস ১৮

[আরও পড়ুন: ‘কালো আর্মব্যান্ড পরায় কেন ভর্ৎসনা’, আইসিসির নিয়ম বুঝতে পারছেন না খোয়াজা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement