Advertisement
Advertisement
East Bengal

বিনিয়োগকারীর কাছে বিদেশি বদলের দাবি জানাবে ইস্টবেঙ্গল ক্লাব

ঘুরে দাঁড়াতে পারবে ইস্টবেঙ্গল?

East Bengal club want to change some foreign footballer। Sangbad Pratidin

নিজস্ব চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 31, 2023 11:21 am
  • Updated:December 31, 2023 11:21 am  

স্টাফ রিপোর্টার: মরশুমের শুরুতে ঘটা করে দলে নেওয়া হলেও সিভেরিও টোরোর পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নয় ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। যা পরিস্থিতি, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় এই স্প্যানিশ স্ট্রাইকারের বদলি নেওয়ার পথে হাঁটতে চলেছে ম্যানেজমেন্ট।

সঙ্গে জনা তিনেক ভারতীয় ফুটবলারও নেওয়ার পরিকল্পনা রয়েছে লাল-হলুদের। যাতে আইএসএলের (ISL 10) বাকি অংশ ও সুপার কাপে (Super Cup) ভালো পারফরম্যান্স করা যায়।

Advertisement

[আরও পড়ুন: বিতর্ক বাড়ছে, প্রধানমন্ত্রী মোদিকে খোলা চিঠি লিখে খেল রত্ন-অর্জুন পুরস্কার ফেরালেন ভিনেশ]

ইতিমধ্যেই হেড কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) কিছু ফুটবলারের তালিকা জমা দিয়েছেন। সেই মতো পদক্ষেপ করার বিষয়ে বিনিয়োগকারী সংস্থার সঙ্গে আলোচনায় বসতে চাইছেন লাল-হলুদ কর্তারা। জানুয়ারির শুরুতেই এই বৈঠক করতে আগ্রহী ক্লাব।

পাশাপাশি এই বিদেশি পরিবর্তন ও নতুন ভারতীয় ফুটবলার নেওয়ার ক্ষেত্রে বিনিয়োগকারী সংস্থাকে আর্থিকভাবে সাহায্যও করার পরিকল্পনা রয়েছে কর্তাদের। শনিবার, ৩০ ডিসেম্বর ক্লাব তাঁবুতে কর্মসমিতির বৈঠক এই বিষয়ে আলোচনা হয়। এছাড়া লাল-হলুদের মহিলা দলেও বিদেশি-সহ নতুন ফুটবলার নেওয়ার বিষয়ে কথা হয়েছে।

[আরও পড়ুন: এশিয়ান কাপের দল ঘোষিত, প্রীতমের কামব্যাক, স্টিমাচের দলে মাত্র দুজন বঙ্গসন্তান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement