Advertisement
Advertisement

Breaking News

অধিনায়ক কোহলির প্রত্যাবর্তন, আরসিবির ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন বিরাট

অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি দলে থাকলেও নেতৃত্ব দেবেন বিরাটই।

Virat Kohli to lead RCB against Punjab Kings | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:April 20, 2023 3:18 pm
  • Updated:April 20, 2023 3:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালের পর কেটে গিয়েছে দু’বছর। কোভিডের ভীতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরেছে ক্রিকেট। হোম-অ্যাওয়ে ফরম্যাটে ফিরেছে আইপিএলও (IPL)। এতকিছু বদলের মধ্যে এবার চোখে পড়ল আরেকটি চমক। দীর্ঘ সময় পরে অধিনায়ক হিসাবে মাঠে দেখা গেল বিরাট কোহলিকে (Virat Kohli)। বৃহস্পতিবার আরসিবির (RCB) হয়ে তিনিই টস করতে নামেন। আরসিবি অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসি দলে থাকা সত্ত্বেও কেন বিরাটের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হল, তা নিয়ে অবশ্য প্রশ্ন থাকছে।

২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক হিসাবে বিরাট কোহলির নাম ঘোষণা করে টিম ম্যানেজমেন্ট। তারপর থেকে দীর্ঘ আট বছর ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০১৬ সালে ফাইনালেও ওঠে আরসিবি। কিন্তু একবারও ট্রফি জয়ের স্বাদ পাননি। ২০২১ সালের আইপিএল শেষ হওয়ার পরে বিরাট ঘোষণা করেন, নেতৃত্বের ব্যাটন ছাড়তে চলেছেন। শুধুমাত্র ব্যাটার হিসাবেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত থাকতে চান তিনি। 

Advertisement

[আরও পড়ুন: রবিবার বৃষ্টিতে ভিজবে কলকাতা, অবশেষে স্বস্তির বার্তা হাওয়া অফিসের]

২০২২ সালের নিলামে অধিনায়ক হিসাবে ফ্যাফ ডুপ্লেসিকে (Faf Du’Plesis) দলে নেয় আরসিবি। প্রথমবার আইপিএলে অধিনায়কত্ব করতে নেমেই নজরকাড়া পারফরম্যান্স করেন দক্ষিণ আফ্রিকান তারকা। তাঁর নেতৃত্বে প্লে অফে পৌঁছয় আরসিবি। তবে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় তারা। 

২০২৩ সালেও ফ্যাফকেই অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়। তবে বৃহস্পতিবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দেখা যায়, টসের জন্য ফ্যাফ নন, এগিয়ে আসছেন বিরাট। তিনিই আরসিবির হয়ে টস করেন। তবে অধিনায়ক হিসাবে প্রত্যাবর্তনের ম্যাচে টস জিততে পারেননি। কোহলি জানান, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হবে ডু’প্লেসিকে। ফিল্ডিং করতে পারবেন না তিনি। সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়, তাহলে কি চোটের সমস্যায় ভুগছেন ডু’প্লেসি? যদিও সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। প্রসঙ্গত, এদিন চোটের জন্য খেলতে পারেননি পাঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধাওয়ানও। তাঁর বদলে দলকে নেতৃত্ব দেবেন স্যাম কুরান। 

[আরও পড়ুন: সুপ্রিম রায়ের পরই হাই কোর্টে কুন্তলের চিঠি মামলার শুনানি, জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement