ম্যাচ উইনার স্পিনারের অভাব। বিরাট-ফ্যাফের চাপ বাড়বে? ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রশিদ খানকে (Rashid Khan) পাওয়ার তো কোনও প্রশ্নই নেই। এমনকি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) কাছে নেই যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) ও ওয়ানিন্দু হাসরাঙ্গার (Wanindu Hasaranga) মতো তারকা স্পিনার। আর সেইজন্য আসন্ন আইপিএলেও (IPL 2024) চাপে থাকবে বিরাট কোহলি (Virat Kohli)-ফ্যাফ ডু প্লেসিসের (Faf Du Plessis) দল। এমনটাই দাবি করলেন এবি ডিভিলিয়ার্স (AB de Villiers)।
নিজের ইউ টিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স বলেন, “আইপিলএলে দারুণ পারফরম্যান্স করতে হলে অন্তত দুটি ভালো মানের স্পিনার থাকা দরকার। মানে বলতে চাইছি এমন ক্রিকেটার দরকার যার এক্স ফ্যাক্টর থাকবে। যেমন রশিদ খান, যুজবেন্দ্র চাহাল, ওয়ানিন্দু হাসরাঙ্গার মতো স্পিনার। এবারও কিন্তু আরসিবিতে তেমন মানের স্পিনার নেই। ফলে প্রতিযোগিতায় আরসিবি-র পারফরম্যান্সে প্রভাব পড়বে।” এর পরেই ডিভিলিয়ার্স ফিরে এলেন চাহালের প্রসঙ্গে। তিনি যোগ করেন, ‘আরসিবি-র সাফল্যের নেপথ্যে চাহালের বড় অবদান রয়েছে। ওকে কেন ছেড়ে দেওয়া হয়েছিল সেটা নিয়ে আলোচনা করতে চাই না। তবে আমার ব্যক্তিগত মতামত চাহাল, হাসরাঙ্গার মতো স্পিনারকে ছেড়ে দেওয়ার জন্য দলের ক্ষতি হয়েছে।
মিনি নিলামে আলজারি জোসেফ (১১.৫০ কোটি), যশ দয়াল (৫ কোটি), টম কারেন (১.৫ কোটি), লকি ফার্গুসন (২ কোটি), স্বপ্নিল সিং (২০ লাখ) ও সৌরভ চৌহানকে (২০ লাখ) দলে নিয়েছে আরসিবি। দলে পরিচিত স্পিনার বলতে চেনা মুখের কর্ন শর্মা, হিমাংশু শর্মা। সেই প্রসঙ্গ টেনে এনে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফের যোগ করেন, “আমি কিছুতেই বুঝতে পারছি না কোন পরিকল্পনা নিয়ে আরসিবি থিঙ্কট্যাঙ্ক নিলাম টেবলে গিয়েছিল। নিলামে একাধিক ম্যাচ উইনার স্পিনারের নাম উঠেছিল। কিন্তু তাঁদের নেওয়ার জন্য কেন ঝাঁপাল না আরসিবি টিম ম্যানেজমেন্ট, মাথায় আসছে না।”
গত ১৫ বছরের ব্যবধানে মাত্র দুবার আইপিএলের ফাইনাল খেলেছে আরসিবি। ২০০৯ সালের পর ২০১৬ সালেও হারের মুখ দেখতে হয়েছিল বিরাট কোহলিদের। এবার কি আদৌ চাকা ঘুরবে? নাকি আরও একবার খালি হাতে একরাশ হতাশা নিয়ে শেষ হবে আরসিবি-র আরও একটা মরশুম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.