ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন আইপিএলের প্রথম ১৭টি ম্যাচের সূচি ইতিমধ্যেই ঘোষিত হয়ে গিয়েছে। এবার গ্রুপ লিগের বাকি ম্যাচের সূচিও প্রকাশ্যে এল। আগামী ৫ মে শেষ হচ্ছে গ্রুপ লিগের ম্যাচ। তবে প্লে-অফ এবং ফাইনালের দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
গত মাসে আইপিএলের ১২তম মরশুমের দুই সপ্তাহের সূচি ঘোষিত হয়েছিল। মনে করা হয়েছিল, মঙ্গলবারই বাকি সূচি জানিয়ে দেওয়া হবে। কিন্তু তেমনটা হল না। যদিও আইপিএলের অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ সূচি প্রকাশ করে দেওয়া হয়েছিল। তবে খানিকক্ষণ পরই তা সরিয়ে নেওয়া হয়। পরে ৫ মে পর্যন্ত সূচি ওয়েবসাইটে রেখে দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিকভাবেভাবে সূচি ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
২৩ মার্চ শুরু এবারের আইপিএল। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দ্বিতীয় দিনই ঘরের মাঠে হায়দরাবাদের বিরুদ্ধে নামবে কেকেআর। ৫ মার্চ পর্যন্ত পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী কেকেআর-এর দুটি ম্যাচ পেয়েছিল ইডেন। প্রত্যাশা মতো ঘরের মাঠেই আরও পাঁচটি ম্যাচ খেলবে নাইটবাহিনী। তবে সব ঠিকঠাক থাকলে ১২ মে-ই শেষ হতে পারে আইপিএল। অর্থাত ভোটের আগেই টুর্নামেন্ট শেষ হবে। কারণ ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু আইসিসি বিশ্বকাপ। তার আগে ক্রিকেটারদের অন্তত ১৫ দিনের বিশ্রাম দেওয়া হবে। সেই কারণেই ১২ তারিখের মধ্যে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা আইপিএল গভর্নিং বডির।
এবার দেখে নেওয়া যাক কলকাতার ম্যাচ কবে ও কোথায়।
২৪ মার্চ- কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ (কলকাতা)
২৭ মার্চ- কেকেআর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব (কলকাতা)
৩০ মার্চ- দিল্লি ক্যাপিটলস বনাম কেকেআর (দিল্লি)
৫ এপ্রিল- আরসিবি বনাম কেকেআর (বেঙ্গালুরু)
৭ এপ্রিল- রাজস্থান রয়্যালস বনাম কেকেআর (জয়পুর)
৯ এপ্রিল- সিএসকে বনাম কেকেআর (চেন্নাই)
১২ এপ্রিল- কেকেআর বনাম দিল্লি ক্যাপিটলস (কলকাতা)
১৪ এপ্রিল- কেকেআর বনাম সিএসকে (কলকাতা)
১৯ এপ্রিল- কেকেআর বনাম আরসিবি (কলকাতা)
২১ এপ্রিল- সানরাইজার্স হায়দরাবাদ বনাম কেকেআর (হায়দরাবাদ)
২৫ এপ্রিল- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস (কলকাতা)
২৮ এপ্রিল- কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (কলকাতা)
৩ মে- কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কেকেআর (মোহালি)
৫ মে- মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআর (মুম্বই)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.