Advertisement
Advertisement
IPL 2024

IPL 2024: শ্রেয়স নাকি নীতীশ? আগামী মরশুমের অধিনায়ক কে? জানিয়ে দিল KKR

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছিলেন এই তারকা।

IPL 2024: Shreyas Iyer returns as Captain of KKR. Nitish Rana named vice captain। Sangbad Pratidin

নাইটদের নতুন নেতা কে? জেনে নিন। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 14, 2023 2:41 pm
  • Updated:March 13, 2024 4:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জল্পনার অবসান। আগামী বছরের আইপিএল (IPL 2024) শুরু হওয়ার অনেক আগেই শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) হাতেই ফের একবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) দায়িত্ব তুলে দেওয়া হল। সহ অধিনায়ক ভূমিকায় দেখা যাবে নীতীশ রানাকে (Nitish Rana)। বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর সরকারিভাবে নাইটদের তরফ থেকে সেটা জানিয়ে দেওয়া হল। 

অধিনায়ক হিসেবে দায়িত্ব ফিরে পাওয়ার পর শ্রেয়স বলেন, “আমি চোটের জন্য গত মরশুমে খেলতে পারিনি। এছাড়া দল আরও বেশ কিছু সমস্যায় জর্জরিত ছিল। যদিও অনেক সমস্যার মধ্যেই নীতীশ কিন্তু দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়েছে। এবারও নীতীশ আমাদের টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। আশাকরি এবার কেকেআর আরও শক্তিশালী হয়ে মাঠে নামবে।” 

Advertisement

[আরও পড়ুন: মিচেল জনসনের মতো নিন্দুকদের একহাত নিয়ে শাহিনদের বিরুদ্ধে ওয়ার্নারের দাপুটে সেঞ্চুরি]

 

এদিন শ্রেয়সের নাম সরকারিভাবে ঘোষণা করেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর (Venky Mysore)। তিনিই জানিয়ে দেন যে, ২০২৪ সালের আইপিএলে নাইটদের অধিনায়ক হিসেবে শ্রেয়সকে দেখা যাবে। তাঁর ডেপুটি হিসেবে থাকবেন গত মরশুমে দলকে নেতৃত্ব দেওয়া নীতীশ। এদিকে দুবার কলকাতাকে চ্যাম্পিয়ন করানো প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে (Gautam Gambhir) আগেই কেকেআর-এর (KKR) ‘মেন্টর’-এর ভূমিকায় দেখা যাবে। 

Shreyas Iyer
শ্রেয়সের উপর আস্থা রাখল নাইট টিম ম্যানেজমেন্ট। ফাইল ছবি

গত মরশুমে পিঠের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন শ্রেয়স। শুধু ক্রোড়পতি লিগ নয়, ভারতীয় দলের হয়েও একাধিক সিরিজ খেলতে পারেননি। সেইজন্য তাঁর জায়গায় নীতীশের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়। তবে পিঠের চোট সারানোর পর এনসিএ-তে করে নেওয়ার পর, গত এশিয়া কাপে ২ সেপ্টেম্বর পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে কামব্যাক করেছিলেন এই মুম্বইকর। এর পর থেকে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার (Team India) জার্সি গায়ে চাপিয়ে বাইশ গজে দাপট দেখিয়ে চলেছেন। 

এরমধ্যে উল্লেখযোগ্য হল বিশ্বকাপে পারফরম্যান্স। কাপযুদ্ধে ১১টি ম্যাচ খেলেছিলেন শ্রেয়স। ৬৬.২৫ গড় বজায় রেখে করেছিলেন ৫৩০ রান। স্ট্রাইকরেট ১১৩.২৪। সঙ্গে রয়েছে দুটি সেঞ্চুরি, তিনটি হাফ সেঞ্চুরি। সর্বাধিক নেদারল্যান্ডসের বিরুদ্ধে অপরাজিত ১২৮। এহেন শ্রেয়স আসন্ন ক্রোড়পতি লিগে নাইটদের ব্যাটন কেমনভাবে সামলাতে পারবেন, গম্ভীরের সঙ্গে তাঁর রসায়ন কেমন জমে ওঠে সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া। 

[আরও পড়ুন: আইসিসির নিষেধাজ্ঞাই সার, মাঠে নেমেই প্যালেস্টাইনের পাশে থাকার বার্তা খোয়াজার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement