সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী আইপিএলে (IPL 2024) রোহিত শর্মার হাতে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ব্যাটন থাকবে না। খেলতে হবে হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) অধিনায়কত্বে। পাঁচবার আইপিএল জয়ী মুম্বই ইন্ডিয়ান্স টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারছেন না। নেটিজেনরা ক্ষুব্ধ। রোহিতের সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। সোশাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের ফলোয়ার এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। এবার এই জ্বলন্ত ইস্যু নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁর দাবি, ভবিষ্যতের কথা ভেবে মুম্বই একেবারে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
লিটল মাস্টার বলেন, “আইপিএল দুনিয়ায় এমন ঘটনা খুবই স্বাভাবিক। কে ঠিক, কে ভুল সেই তর্কে যাওয়া একেবারে বোকামি। কারণ মুম্বই ইন্ডিয়ান্স ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছে। গত দুই বছর আইপিএলে রোহিত ব্যাটার হিসেবে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছিল। আমার মনে হয়েছে দেশ ও আইপিএল খেলার ধকল রোহিত নিতে পারছিল না। বড্ড ক্লান্ত দেখাচ্ছিল। দলের অধিনায়ককে এমনভাবে দেখালে সেটা জাতীয় দল কিংবা মুম্বইয়ের মতো ফ্র্যাঞ্চাইজির জন্য ভাল বিজ্ঞাপন নয়।”
অবশ্য হার্দিকের হয়ে গলা ফাটানোর অনেক কারণই খুঁজে পাচ্ছেন সিনিয়র গাভাসকর। তিনি যোগ করেন, “হার্দিকের বয়স তুলনায় অনেক কম। মুম্বই ড্রেসিংরুমে পরিবেশ সম্পর্কে ওয়াকিবহাল। সবচেয়ে বড় কথা হল হার্দিকের নেতৃত্বে গুজরাট টাইটান্স একবার চ্যাম্পিয়ন ও একবার রানার্স হয়েছে। ওর নেতৃত্ব দেওয়ার মধ্যে একটা নতুনত্ব ব্যাপার রয়েছে। তাই আমার ধারণা, মনে হয়, মুম্বই একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। নেতৃত্বে বদল দরকার ছিল।”
রোহিতের অধীনেই আইপিএল কেরিয়ার শুরু হয়েছিল হার্দিকের। মুম্বইয়ে উত্থান হয়েছিল তাঁর। সেখান থেকেই জাতীয় দলে সুযোগ। যদিও গত দু’বছর মুম্বইয়ের হয়ে খেলেননি তিনি। চলে গিয়েছিলেন গুজরাটে। সেই দলের অধিনায়ক হিসেবে জিতেছেন আইপিএল। আর এবার হার্দিক তাঁর পুরনো দলকে নেতৃত্ব দেবেন। শেষ বার ২০২০ সালে আইপিএল জিতেছিল মুম্বই। পরের তিন বছরে ভাল খেলতে পারেনি তারা। নাটকীয় ভাবে মুম্বইতে ফিরে আসা হার্দিক কি আদৌ তাঁর পুরনো দলকে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করাতে পারবেন? সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.