Advertisement
Advertisement
IND vs SA

IND vs SA: অভিষেকে অর্ধশতরান নয়, কোন কারণে বেশি আপ্লুত সাই সুদর্শন?

মনের কথা জানালেন সাই।

IND vs SA: Sai Sudharsan basks in proud moment of getting maiden Team India cap from KL Rahul। Sangbad Pratidin

শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাট হাতে চমক দেখিয়েছেন সাই। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 18, 2023 10:08 am
  • Updated:December 18, 2023 10:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা (South Africa) মানেই জোরে বোলারদের স্বর্গরাজ্য। সেই দেশের পেস ও বাউন্সে ভরা পিচে পারফর্ম করা বিশাল ব্যাপার। তাও আবার সেটা কারও অভিষেক ম্যাচ হয়, তাহলে তো আত্মবিশ্বাস বাড়বেই। তবে সব চাপ কাটিয়ে নিজের প্রথম ওয়ান ডে ম্যাচেই দুরন্ত অর্ধশতরান হাঁকালেন সাই সুদর্শন (Sai Sudharsan)। মাত্র ৪১ বলে অর্ধশতরান পূরণ করেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার। শেষ পর্যন্ত টিকে থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ২২ বছর বয়সি বাঁহাতি ব্যাটার। ৪৩ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর মারকুটে ইনিংস ৯টি চার দিয়ে সাজানো ছিল। তবে তামিলনাড়ুর এই ব্যাটারের কাছে অভিষেক ম্যাচে অর্ধ শতরান নয়, অধিনায়ক কেএল রাহুলের (KL Rahul) কাছ থেকে ‘ক্যাপ’ পাওয়া সবচেয়ে আনন্দের ব্যাপার। সেটা জানাতে ভুললেন না বাঁহাতি ব্যাটার।

ম্যাচের শেষে সাই বলছিলেন, “কোনও ক্রিকেটার অভিষেক ঘটালেই তাঁর হাতে ‘ক্যাপ’ তুলে দেওয়া হয়। ক্রিকেটের এই নিয়মটা আমার দারুণ লাগে। বিশেষ করে সেই ‘ক্যাপ’ যদি দলের সিনিয়র কিংবা অধিনায়কের কাছ থেকে পাওয়া যায় তাহলে তো আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। তামিলনাড়ু, আইপিএলে গুজরাট টাইটান্স কিংবা জাতীয় দল, ক্যাপ হাতে পেলেই মন ভাল হয়ে যায়। মনে হয় নিজের সবটা উজাড় করে দিয়ে পারফর্ম করতে হবে। আর এবার তো কেএল রাহুলের কাছ থেকে ক্যাপ পেলাম। এই মুহূর্ত কোনওদিন ভুলতে পারব না।”

Advertisement

[আরও পড়ুন: প্যাট কামিন্স-মিচেল স্টার্কের ঝুলিতে ঢুকবে কত টাকা? ভবিষ্যদ্বাণী অশ্বিনের]

Sai Sudharsan
কে এল রাহুলের কাছ থেকে ক্যাপ নিচ্ছেন সাই।

এদিকে প্রোটিয়াদের বিরুদ্ধে অর্ধশতরান করে একটি বিশেষ নজিরও গড়লেন ২২ বছরের সাই। তিনি হলেন ভারতের চতুর্থ ওপেনার যিনি একদিনের অভিষেক ম্যাচেই ৫০-এর বেশি রান করলেন। এই তালিকায় এর আগে রবিন উথাপ্পা ( ২০০৬ সালে ৮৬ বনাম ইংল্যান্ড), কেএল রাহুল (২০১৬ সালে অপরাজিত ১০০ বনাম জিম্বাবোয়ে), ফয়েজ ফজল (২০১৬ সালে অপরাজিত ৫৫ বনাম জিম্বাবোয়ে)। এবার সেই তালিকায় উঠে গেল সাই-য়ের নাম।

আইপিএলে গুজরাট টাইটান্সের হয়ে পারফর্ম করে সকলের নজর আসেন। আইপিএল ২০২৩-এর ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আটটি চার ও ছয়টি ছক্কায় ৪৭ বলে ৯৬ রানের ইনিংসে শিরোনাম কেড়ে নেন তিনি। আইপিএলের পাশাপাশি ২৬টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৩১টি লিস্ট এ ম্যাচেও দুরন্ত পারফর্ম করেছেন। ৮৪৩ রানের সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ব্যাটিং গড় ৪২.১৫ এবং লিস্ট এ ক্রিকেটে ১৩২৪ রান করেছেন। গড় ৬৩.০৪। এর সুবাদেই চলতি দক্ষিণ আফ্রিকা সফরে প্রথমবার তাঁকে ভারতের ওয়ান ডে দলে ডেকে নেওয়া হয়। এবং ওপেন করতে নেমে তিনি একেবারেই হতাশ করেননি।

[আরও পড়ুন: অভিষেকেই অপরাজিত হাফ সেঞ্চুরি! সাইয়ের প্রশংসায় পঞ্চমুখ অশ্বিন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement