অজিদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে শতরানের পর ঋতুরাজ। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝুলিতে মাত্র ৪টি ওডিআই এবং ১৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। আইপিএল-এ (IPL) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে খেলেছেন ৫২টি ম্যাচ। বড় মঞ্চে অভিজ্ঞতা কম হলেও, সেটা বাইশ গজে ব্যাট করার সময় অবশ্য ফুটে ওঠে না। বরং আগ্রাসী মেজাজেই ব্যাট করেন ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। আর তাই তো এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন টিম ইন্ডিয়ার (Team India) ওপেনার। এহেন ঋতুরাজ এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার পর, জানিয়ে দিলেন তিনি মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) কাছ থেকে অনেক কিছু শিখেছেন। তবে তাঁর ব্যাটিং স্টাইল বিরাট কোহলির (Virat Kohli) মতো!
কিন্তু কেন এমন মন্তব্য করলেন ঋতুরাজ? তিনি বলেন, “চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার জন্য ব্যাটার হিসেবে অনেক উন্নতি করেছি। কারণ এক ও অদ্বিতীয় মাহি ভাই। অহেতুক ব্যাট না চালিয়ে ম্যাচের কোন পরিস্থিতিতে কীভাবে ব্যাট করতে হয়, সেটা মাহি ভাইয়ের কাছ থেকেই জেনেছিলাম।”
এর পরেই বিরাটের প্রসঙ্গে ফিরে আসেন ঋতুরাজ। তিনি ফের যোগ করেছেন, “বিরাট ভাইয়ের সঙ্গে খুব কম ম্যাচ খেলার অভিজ্ঞতা হলেও, ওর কাছ থেকেও ব্যাটিংয়ের অনেক টিপস পেয়েছিলাম। বিরাট ভাইয়ের টি-টোয়েন্টি রেকর্ড অসাধারণ। তবে কোনওদিন বিরাট ভাইকে ব্যাকরণের বাইরে শট খেলতে দেখিনি। এটা আমার কাছে অনেক বড় শিক্ষা। এই ব্যাপারটা বিরাট ভাই আমাকে হাতে ধরে না শিখিয়ে দিলেও, আমি নিজের তাগিদে ব্যাপারটা রপ্ত করেছি। এবং সেটা মনে করেই প্রতিটা ইনিংস গড়ে তোলার চেষ্টা করি।”
৪টি একদিনের ম্যাচে তাঁর রান মাত্র ১০৬। সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭১। অন্যদিকে ১৮টি টি-টোয়েন্টিতে করেছেন ৪৯০ রান। গড় ৩৭.৬৯। সর্বোচ্চ অজিদের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান। ১৪২.০২ স্ট্রাইক রেট বজায় রেখে ঝুলিতে রয়েছে ১টি শতরান ও ৩টি অর্ধ শতরান। এহেন ঋতুরাজকে তিন ফরম্যাটেই দেখতে চান আশিস নেহরার মতো প্রাক্তন। তরুণ ওপেনার নিজে কতদূর এগিয়ে যেতে পারেন সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.