Advertisement
Advertisement
IPL 2024

প্রতি বলে কত টাকা রোজগার করবেন নতুন নাইট মিচেল স্টার্ক? চোখ কপালে উঠবে

স্টার্ককে এত টাকায় কেকেআরে নেওয়া কতটা যুক্তিসঙ্গত?

How much will Mitchell Starc earn per delivery if he plays all league games for KKR in IPL 2024। Sangbad Pratidin

নিজের নামের প্রতি সুবিচার করতে পারবেন মিচেল স্টার্ক? ফাইল চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 21, 2023 3:59 pm
  • Updated:March 13, 2024 3:58 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের নামজাদা শিল্পপতিরা প্রতি মুহূর্তে কোটি কোটি টাকা রোজগার করেন। এই তালিকায় যেমন রয়েছেন ভারতের শিল্পপতি মুকেশ আম্বানি, গৌতম আদানি, ঠিক সেই রকমই রয়েছেন এলন মাস্ক সহ অন্যান্যরা। তবে এই সব শিল্পপতিরা প্রতি মুহূর্তে কোটি কোটি টাকার রোজগার করলেও, মিচেল স্টার্কের (Mitchell Starc) এক বলের দাম জানলে তাঁদের চোখও কপালে উঠতে বাধ্য।

২৪ কোটি ৭৫ লাখ টাকায় অস্ট্রেলিয়ার (Australia) বাঁহাতি জোরে বোলারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঠিক সেই সময় থেকেই সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং স্টার্ক। মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও গুজরাট টাইটান্স (Gujarat Titans) লড়াই চালালেও, শেষ পর্যন্ত বাজিমাত করে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কেকেআর (KKR)। ২ কোটি টাকার বেস প্রাইস থাকলেও শেষ পর্যন্ত তারকা জোরে বোলার ইতিহাস গড়ে বিক্রি হলেন ২৪ কোটি ৭৫ লাখ টাকায়।

Advertisement

[আরও পড়ুন: ঠিক যেন বাবার মতো! বাইশ গজে নজর কাড়লেন রাহুলের ছেলে সামিত দ্রাবিড়]

বেশ বোঝাই যাচ্ছে যে স্টার্কের পিছনে কেকেআর (KKR) ম্যানেজমেন্টকে অনেক টাকা খরচ করতে হবে। আসন্ন আইপিএলে (IPL 2024) কেকেআর প্লে অফে উঠতে ব্যর্থ হলেও, স্টার্ক যদি ১৪টি ম্যাচ খেলেন তাহলে তাঁকে প্রায় ২৪ কোটি ৭৫ লাখ টাকা দিতে হবে। এই হিসাব অনুযায়ী স্টার্ক প্রতি ম্যাচ পিছু পাবেন প্রায় ১ কোটি ৭৬ লাখ টাকা। কেকেআর যদি নক আউটে না ওঠে এবং স্টার্ক যদি সবকটি ম্যাচ খেলেন এবং প্রতি ম্যাচে সর্বোচ্চ চার ওভার করে বল করেন তাহলে তাঁর মোট ওভার দাঁড়াচ্ছে ৫৬। এই হিসাব অনুযায়ী প্রতি ওভারের জন্য স্টার্ক পাবেন প্রায় ৪৪ লাখ টাকা। আবার যদি প্রতি বলের হিসেব করা যায় তাহলে স্টার্কের করা এক একটি বলের খরচ দাঁড়াচ্ছে প্রায় ৭ লক্ষ ৩০ হাজার টাকা।

আকাশছোঁয়া দর উঠেছে স্টার্কের। এখন নাইটদের গায়ে চাপিয়ে বাইশ গজে তিনি কতটা পারফর্ম করতে পারবেন, সেটাই দেখার। কারণ আইপিএল জগতের চাপ যে আলাদা।

[আরও পড়ুন: ২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কেকেআর কিনতেই মনের অবস্থা কেমন ছিল? জানালেন স্ত্রী অ্যালিশা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement