Advertisement
Advertisement
IPL 2024

২০২৪ সালের আইপিএলে হার্দিকের বিকল্প অধিনায়ক কেন শুভমান? মুখ খুললেন নেহরা

অধিনায়ক হিসেবে সুনাম অর্জন করবেন শুভমান?

Ashsih Nehra breaks slilence on Hardik Pandya depature from Gujarat Titans on IPL 2024। Sangbad Pratidin

হার্দিকের শূন্যস্থান ভরাট করতে পারবেন শুভমান? আশায় নেহরা। নিজস্ব চিত্র

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 21, 2023 6:41 pm
  • Updated:March 13, 2024 3:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) মঞ্চে মাত্র দুই বছর অধিনায়কত্ব করার অভিজ্ঞতা। তবে এত কম সময় সবার চোখ কপালে তুলে দিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। ২০২২ সালে গুজরাট টাইটান্সকে (Gujarat Titans) চ্যাম্পিয়ন করানোর পর, ২০২৩ সালে তাঁর নেতৃত্বে রানার্স হয়েছিল গুজরাট। এহেন হার্দিক কিন্তু কয়েক সপ্তাহ আগে অনেক নাটকের পর মুম্বই ইন্ডিয়ান্সে (Mumbai Indians) ফিরে গিয়েছেন। পাঁচবারের আইপিএল জয়ী অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) ছেঁটে, হার্দিকের হাতে তুলে দেওয়া হয়েছে মুম্বইয়ের দায়িত্ব। এবং একইসঙ্গে অবশ্য এই ঘটনায় জুড়ে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। কারণ হার্দিক গুজরাটকে বিদায় জানাতেই শুভমানকে আগামী মরশুমের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছে। কিন্তু হার্দিকের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের পরিবর্ত কি হয়ে উঠতে পারবেন টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার? এবার সেই প্রশ্নের জবাব দিলেন গুজরাটের হেড কোচ আশিষ নেহরা (Ashish Nehra)।

নেহরা বলেন, “সবাই জানি শুভমানের অভিজ্ঞতা অনেক কম। এদিকে হার্দিকের মতো প্রতিভা ও অভিজ্ঞ ক্রিকেটারের পরিবর্ত খুঁজে পাওয়া কঠিন। কিন্তু শেষ তিন, চার বছরে শুভমান নিজেকে যে স্তরে তুলেছে সেটাও কিন্তু ভুলে গেলে চলবে না। শুভমানের বয়স কম হলেও, ওর মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। আমরা সবদিক ভেবেই ওকে অধিনায়কের দায়িত্ব দিয়েছি।”

Advertisement

[আরও পড়ুন: প্রতি বলে কত টাকা রোজগার করবেন নতুন নাইট মিচেল স্টার্ক? চোখ কপালে উঠবে]

আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে কম বয়সে অধিনায়ক হয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) দায়িত্ব নেওয়ার সময় তাঁর বয়স ছিল ২২। শুভমান ২৪ বছর বয়সে এই সম্মান পেলেন। ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সে (Kolkata Knight Riders) খেলেছেন। ২০২২ সালে যোগ দেন গুজরাটে। এবার গুজরাটকে নেতৃত্ব দেবেন তিনি।

ক্রিকেট পণ্ডিতদের মতে, গুজরাট চাইছিল এমন একজন ক্রিকেটারকে অধিনায়ক করতে, যিনি খেলোয়াড় হিসেবে তরুণ এবং বড় মঞ্চে পারফর্মার। সেদিক থেকে শুভমান সবার চেয়ে এগিয়ে ছিলেন। নাইট শিবির থেকে গুজরাটে এসে এই ফ্র্যাঞ্চাইজির সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন পাঞ্জাব তনয়। সুতরাং ভবিষ্যতের দিকে তাকিয়ে তাঁকে অধিনায়কত্ব করা হয়েছে। তবে অধিনায়কত্বের চাপে যাতে তাঁর ফর্ম না হারায়, সেটা নিয়েও নাকি শুভমানের সঙ্গে কথা বলেছেন দলের কোচ আশিস নেহরা।

কিন্তু প্রশ্ন হল অনভিজ্ঞ অধিনায়ক শুভমান কি আইপিএলের মতো বড় মঞ্চে গুজরাটের ব্যাটন সামলাতে পারবেন? সেটা নিয়ে জোর আলোচনা চলছে। ঠিক তেমনই আর এক শ্রেণির দাবি কেন উইলিয়ামসন, রশিদ খান, ঋদ্ধিমান সাহাদের মতো অভিজ্ঞদের উপস্থিতিতে গুজরাটকে এগিয়ে নিয়ে যেতে শুভমানের সমস্যা হবে না। বাকিটা সময় বলবে। কারণ সব বিশ্বমানের ব্যাটারই যে অধিনায়ক হিসেবে দারুণ ফল করেছেন, এমনটা কিন্তু ঘটেনি। 

[আরও পড়ুন: ২৪ কোটি ৭৫ লাখ টাকায় স্টার্ককে কেকেআর কিনতেই মনের অবস্থা কেমন ছিল? জানালেন স্ত্রী অ্যালিশা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement