Advertisement
Advertisement

Breaking News

Mizoram ZPM

মিজোরামে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল ZPM, গদিচ্যুত জোরামথাঙ্গা, বিজেপি-কংগ্রেস নামমাত্র

পরাজিত মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

ZPM set to form govt in Mizoram as MNF lost | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:December 4, 2023 12:48 pm
  • Updated:December 4, 2023 1:51 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিজোরামে পালাবদল। দলগঠনের মাত্র পাঁচ বছরের মধ্যেই রাজ্যে সরকার গঠনের পথে জোরাম পিপলস মুভমেন্ট (ZPM)। সোমবার ভোটগণনার পর থেকেই পরিস্কার, একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতে পারে নতুন রাজনৈতিক দল। অন্যদিকে, তিন রাজ্যে হারের পর মিজোরাম (Mizoram) থেকেও শূন্য হাতেই ফিরতে হবে কংগ্রেসকে। মাত্র একটি আসন পেতে চলেছে তারা।

২০১৮ সালে বেশ কয়েকটি রাজনৈতিক দলকে একত্রিত করে গঠিত হয় জেডপিএম। সেই বছরই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ে আটটি আসনে জয় পায় লালডুহোমার দল। রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে তারা। ৫ বছর পরে নিজেদের প্রাপ্ত আসনের সংখ্যা দ্বিগুণেরও বেশি বাড়তে পারে বলেই দেখা যাচ্ছে নির্বাচনী ফলাফলে। এখনও পর্যন্ত ২৭টি আসনে এগিয়ে রয়েছে তারা। মিজোরামের ম্যাজিক ফিগার ২০কেও অনায়াসে পেরিয়ে যেতে চলেছে প্রাক্তন আইপিএস লালডুহোমার দল।

Advertisement

[আরও পড়ুন: মোদির চক্ষুশূল ‘রেউড়ি’তেই কামাল মধ্যপ্রদেশে]

মিজোরামের ধারা অনুযায়ী, ১০ বছর অন্তর সেরাজ্যের সরকার বদল হয়। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত মিজোরাম ছিল কংগ্রেসের (Congress) দখলে। কিন্তু সেই ধারা ভেঙে দেওয়ার পথে জেডপিএম। মাত্র পাঁচ বছরের মধ্যেই বিজেপির ‘শরিক’ এমএনএফকে গদিচ্যুত করতে চলেছে তারা। এক ধাক্কায় ১৭টিরও বেশি আসন হারাতে চলেছে বিজেপির ঘনিষ্ঠ বলে পরিচিত দলটি। ইতিমধ্যেই নিজের কেন্দ্র থেকে হেরে গিয়েছেন মিজোরামের বিদায়ী মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা।

দেশের বাকি তিন রাজ্যের মতো মিজোরামেও মুখ থুবড়ে পড়েছে কংগ্রেস। ২০১৮ সালে ক্ষমতা হারালেও পাঁচটি আসনে জিতেছিল হাত শিবির। কিন্তু ২০২৩এ মাত্র একটি আসন পেয়েই খুশি থাকতে হবে তাদের। অন্যদিকে, দুটি আসন যেতে পারে বিজেপির ঝুলিতে। ২০১৮ সালে তাদের দখলে ছিল মাত্র একটি আসন। যদিও মিজোরামের সব কেন্দ্রে প্রার্থী দিতে পারেনি গেরুয়া শিবির।

[আরও পড়ুন: গেরুয়া ঝড়ে চাঙ্গা শেয়ার বাজার, সর্বকালীন রেকর্ড গড়ে উত্থান সেনসেক্সের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement