Advertisement
Advertisement
Zomato food delivery guy killed in Delhi

Zomato Delivery Guy Killed: মদ্যপ পুলিশকর্মীর গাড়ির ধাক্কা, পথেই মৃত্যু জোম্যাটো কর্মীর

গ্রেপ্তার পুলিশকর্মী।

Zomato food delivery guy killed in Delhi after his bike was allegedly hit by a drunk police constable's car । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:January 10, 2022 11:08 am
  • Updated:January 10, 2022 11:08 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলে আইনকানুন মেনে চলছেন কিনা, তা দেখাই কাজ পুলিশের। অথচ সেই পুলিশকর্মীর বিরুদ্ধেই উঠল নিয়মভাঙার অভিযোগ। রাজধানী দিল্লিতে (Delhi) মদ্যপ পুলিশকর্মীই পিষে দিল জোম্যাটোর ডেলিভারি বয়কে। একমাত্র রুটিরোজগারীর মৃত্যুতে স্বাভাবিকভাবেই তাঁর পরিজনদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে।

নিহত ওই যুবকের নাম সলিল ত্রিপাঠি। দীর্ঘদিন ধরে অনলাইন খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটোয় (Zomato) কাজ করতেন তিনি। গত শনিবার রাতে বাইকে চড়ে খাবার পৌঁছে দিতে দিল্লির বুদ্ধবিহার দিয়ে যাচ্ছিলেন। সেই সময় ঘটে বিপত্তি। এক পুলিশ কনস্টেবল প্রথমে একটি বাস এবং পরে জোম্যাটো কর্মীর বাইকে ধাক্কা মারেন। দিল্লির পুলিশকর্মী মহেন্দ্রর গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন জোম্যাটো কর্মী। গুরুতর চোট লাগে। মৃত্যু হয় তাঁর। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় পুলিশকর্মী মদ্যপ ছিলেন। সে কারণে বেসামাল হয়ে যায়। তাই এত বড় কাণ্ড ঘটে।

Advertisement

[আরও পড়ুন: Coronavirus Update: একদিনে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ছুঁইছুঁই, শুরু বুস্টার ডোজের টিকাকরণ]

এ প্রসঙ্গে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, “পুলিশকর্মীর (Police Constable) গাড়ির ধাক্কায় জোম্যাটো কর্মীর প্রাণহানি হয়েছে। রোহিনী উত্তর থানার ওই পুলিশকর্মী মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।”

দুর্ঘটনায় সলিলের প্রাণহানি মানতে পারছেন না কেউই। গত বছরই মৃত্যু হয় সলিলের বাবার। করোনা প্রাণ কাড়ে তাঁর। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য ছিলেন সলিল। তাঁর প্রাণহানিতে মাথায় আকাশ ভেঙে পড়েছে পরিজনদের। কীভাবে সংসার চলবে, তা ভেঙে দিশাহারা প্রায় সকলেই। তবে এই বিপদের দিনে নিহত কর্মীর পরিজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছে জোম্যাটো। নিহত ব্যক্তির পরিবারকে সাহায্যের আশ্বাস সংস্থার মুখপাত্রের।

[আরও পড়ুন: মুঘলদের মতো নিজামদেরও মুছে ফেলা হবে দেশের ইতিহাস থেকে, অসমের মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement