সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোদিতে মুগ্ধ কামাথ! নীতিন কামাথ (Nitin Kamath)। আর্থিক পরিষেবা সংস্থা জেরোধার (Zerodha) কর্ণধার তিনি। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে দেখা করেন। ৩০ মিনিটের সেই সাক্ষাতের পর নিজের মুগ্ধতা ধরে রাখতে পারেননি। সোমবার এই বিষয়ে টুইট করেন তিনি। নীতিন লিখেছেন, “আমার এখন একমাত্র লক্ষ্য ৭২ বছরে বয়সে প্রধানমন্ত্রী মোদির মতো শারীরিক সক্ষমতা ধরে রাখা। সারাদিনের ব্যস্ততার পর আমাদের সময় দিয়েছেন তিনি।” নীতিনের ওই টুইট ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, সোমবার বেঙ্গুলুরুতে (Bengaluru) ছিল অ্যারো ইন্ডিয়া ২০২৩ (Aero India 2023)। যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরেও একাধিক ছোট-বড় কর্মসূচি ছিল। রবিবার ইনস্টাগ্রাম তারকা শ্রদ্ধার সঙ্গে মোদির একটি ছবি প্রকাশ্যে আসে। গতকালই কানাড়া অভিনেতা যশ ও অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়াও ক্রিকেটার জাভাগাল শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ ও ভিভিএস লক্ষ্মনের সঙ্গেও দেখা করেন। ওইদিন সন্ধেবেলা দিল্লি থেকে বেঙ্গালুরু পৌঁছান মোদি। তাঁর সঙ্গে সাক্ষাতের পর মুগ্ধ নীতিন কামাথ টুইট করেন, “আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্মানের বিষয়। স্বাস্থ্য সংক্রান্ত আমার নতুন লক্ষ্য হল ৭২ বছর বয়সে তাঁর মতো তীব্রতায় কর্মক্ষম থাকা। আমাদের সঙ্গে সাক্ষাতের কারণে ৩০ মিনিট দেরিতে শুতে যান তিনি। সারাদিন একাধিক বৈঠক ও লম্বা সফরের পর।”
এই টুইটই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। জেরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথকে যা ট্যাগ করেন নীতিন। ২৫ হাজার লাইক পড়েছে টুইটে। এইসঙ্গে নেটিজেনদের মন্তব্যের বন্যা ইনবক্সে। এক নেটিজেন লিখেছেন, “অনুপ্রেরণাদায়ক। দুই কিংবদন্তি এক ফ্রেমে।” আরেকজন লিখেছেন, “এক ছবিতে দুই মহান ব্যক্তিত্ব। একজন জাতিকে বদলে দিয়েছে। অন্যজন স্টক ব্রোকিং ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এনেছেন।”
It was an honour to meet our PM @narendramodi.
My new health & fitness goal is to be able to operate at his intensity when I am 72. He spent almost 30 mins late in the night interacting with @nikhilkamathcio & me, despite all his meetings & travels through the day. pic.twitter.com/iiAjQ2FGr6
— Nithin Kamath (@Nithin0dha) February 13, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.