ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: মণিপুরের ভাইরাল ভিডিও নিয়ে অস্বস্তি ঢাকতে সুপ্রিম কোর্টে (Supreme Court) কড়া হলফনামা দিল কেন্দ্র। বৃহস্পতিবার মণিপুর নিয়ে এক মামলার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক হলফনামা দিয়ে জানিয়েছে, মহিলাদের উপর কোনওরকম অত্যাচারই বরদাস্ত করা হবে না।
উল্লেখ্য, মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনায় বৃহস্পতিবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই নির্মম অত্যাচারের ভিডিও যে তুলেছিল, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।অন্যদিকে এই ঘটনায় বৃহস্পতিবার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্র চাইছে এই ঘটনার বিচারপ্রক্রিয়া মণিপুরের (Manipur) বাইরে সম্পন্ন করতে।
অর্থাৎ মোদি (Narendra Modi) সরকার বোঝাতে চাইছে মণিপুরের ঘটনার তদন্তে কোনওরকম গাফিলতি হবে না। গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েও ঠিক একই কথা জানিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের সচিব অজয় ভাল্লা হলফনামা দিয়ে জানিয়েছেন,”মহিলাদের বিরুদ্ধে যে কোনও ধরনের অপরাধে কেন্দ্রের নীতি জিরো টলারেন্স। আমরা এই ধরনের অপরাধকে নির্মম বলে মনে করি। এটাকে যতটা গুরুত্ব দিয়ে দেখার দরকার, ঠিক ততটা গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে। আমরা চায় অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে সমাজে ইতিবাচক বার্তা যায়।”
কেন্দ্রের হলফনামার পর মণিপুর মামলায় শুক্রবার ফের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু প্রধান বিচারপতি (CJI) অনুপস্থিত থাকায়, এদিন আর মণিপুর মামলা শোনা হবে না বলে আদালত সূত্রে খবর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.