সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ১২ অক্টোবর বান্দ্রায় বিধায়ক পুত্রের দপ্তরের সামনেই দুষ্কৃতীর গুলিতে খুন হন এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি। দেড় মাস পরের নির্বাচনে সেই আবেগ প্রভাব ফেলল না। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বান্দ্রা পূর্ব আসনে হেরে গেলেন জিশান সিদ্দিকি। অন্যদিকে ওই কেন্দ্রে বোনপো বরুণ সরদেশাইয়ের জয়ে সম্মানের লড়াই জিতলেন উদ্ধব ঠাকরে।
২০১৯ থেকে ২০২৪। এর মধ্যে অনেক কিছুই বদলে গিয়েছে শিবাজী মহারাজের দেশে। কংগ্রেসের হাত ধরেই জিশানের রাজনৈতিক জীবনের শুরু। কংগ্রেসের টিকিটে ভোটে দাঁড়িয়েই ২০১৯-এ বিধায়ক হয়েছিলেন তিনি। এর ফলে ‘ঘর’ছাড়া হন খোদ শিব সেনা নেতা উদ্ধব ঠাকরে। বান্দ্রা পূর্ব কেন্দ্রেই যে উদ্ধবের বাড়ি। এবার এই আসনে বোনপো বরুণ সরদেশাইকে এই কেন্দ্রে দাঁড় করান উদ্ধব। অন্যদিকে বাবার হত্যাকাণ্ডের পর কংগ্রেস ছেড়ে অজিত পওয়ার গোষ্ঠীর এনসিপিতে যোগ দেন জিশান। যদিও দলবদলে লাভের বদলে ক্ষতিই হল। বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডও কোনও প্রভাব ফেলল না নির্বাচনের ফলে। বরং বোনপোর জয়ে সম্মানের লড়াই জিতলেন উদ্ধবই।
যদিও মহারাষ্ট্রে নির্বাচনে জয়জয়কার হয়েছে বিজেপির। বিরাট জয়ের পথে শাসক জোট। ২৮৮ আসনের বিধানসভায় তারা ২৩৩টি পেতে চলেছে। বিরোধী ‘মহা বিকাশ আঘাড়ি’ জোট মাত্র ৫০টি আসনে পেতে পারে বলে মনে করা হচ্ছে। সবচেয়ে বড় কথা, বিজেপি একাই ১২৫-এর বেশি আসন পেতে চলেছে। সব ঠিক থাকলে মুখ্যমন্ত্রী হতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবিস। এখন প্রশ্ন উঠছে, এককালে মহারাষ্ট্রের ‘যুবরাজ’ বাল ঠাকরেপুত্র উদ্ধব রাজনৈতিক ভবিষ্যত নিয়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.