Advertisement
Advertisement

Breaking News

জেহাদি নিশানায় আরএসএস শাখা, উত্তর ভারতে সক্রিয় জঙ্গি মুসা

লোকসভা নির্বানের আগে বড়সড় নাশকতার ছক কষছে জঙ্গিরা, জারি হাই অ্যালার্ট৷

 Zakir Musa spotted in Punjab's Amritsar

ছবি প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:November 16, 2018 9:30 am
  • Updated:November 16, 2018 9:54 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উনিশের লোকসভা নির্বাচনের আগে পাঞ্জাব-সহ উত্তর ভারতে বিভিন্ন অংশে নাশকতার ছক কষছে একাধিক জঙ্গি গোষ্ঠী৷ জইশের সঙ্গে একত্রে এই নাশকতা চালানোর পরিকল্পনা করছে আল-কায়েদা৷ গোয়েন্দা সূত্রে খবর, ভারতের ওই অংশে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে আল-কায়েদা কমান্ডার জাকির মুসা৷ একাধিক স্থানে তার গতিবিধি নজরে এসেছে গোয়েন্দাদের৷ জঙ্গি টার্গেটে রয়েছে উত্তর ভারতের আরএসএস-এর শাখাগুলি এবং আরএসএস কর্মীরা৷

[তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ‘গাজা’, ঘরছাড়া ৭৬ হাজার মানুষ]

Advertisement

সম্প্রতি পাঞ্জাবে অমৃতসরে চার-পাঁচ জন সঙ্গীর সঙ্গে নজরে এসেছে আল-কায়েদা কমান্ডার মুসা৷ এরপরেই তার ছবি দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার লাগিয়েছে পুলিশ৷ মুসা-সহ অন্যান্য জঙ্গিদের খোঁজ করছেন গোয়েন্দারা৷ নভেম্বরের শুরুতেই একটি রিপোর্ট প্রকাশ করেন করা হয়৷ যাতে কার্যত ঘুম উড়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের৷ সূত্রের খবর, সেখানে বলা হয়েছে গত ২৬ অক্টোবর জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার কোনও গোপন স্থানে উপত্যকার জঙ্গিদের সঙ্গে বৈঠকে করেছে জাকির মুসা৷ সেখানে উপস্থিত ছিল কাশ্মীরে সক্রিয় জইশের সদস্যরা৷ ওই বৈঠকেই ঠিক হয়েছে যে, উনিশের আগে উত্তর ভারতে বড়সড় কোনও নাশকতা চালানো হবে৷ নয়াদিল্লিকে বড় ধাক্কা দিতেই এই উদ্যোগ৷ বিশেষ করে টার্গেট করা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উত্তর ভারতের শাখাগুলিকে৷

[সিসিটিভি লাগিয়ে বাড়িতে উঁকি প্রতিবেশী নীতীশের, অভিযোগ তেজস্বীর]

গোয়েন্দা সূত্রে খবর, আরএসএস-এর শাখাগুলিতে ভোরের দিকে হামলার ছক কষছে জঙ্গিরা৷ কারণ তখনই সেখানে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়৷ সদস্যরা সেখানে যোগচর্চা করেন, প্রাতঃভ্রমণে বেরান বা ধ্যান করেন৷ এছাড়া হামলা চালানো হতে পারে এই সংগঠনের কোনও অনুষ্ঠানেও৷ রিপোর্ট হাতে আসতেই হাই এলার্ট জারি করা হয়েছে উত্তর ভারতের বেশ কয়েকটি শহরে৷ সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদেরও৷ কোনও রকমের সন্দেহজনক গতিবিধি নজরে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে৷ এছাড়া রাজ্যগুলির সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও গোয়েন্দা বিভাগ৷ পাশাপাশি, আরএসএস শাখাগুলির নিরাপত্তা মজবুত করতে বলা হয়েছে৷ সেই কারণে শাখাগুলির আশপাশে সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং শাখাগুলির উপরে নজর রাখার জন্য নিরাপত্তারক্ষী নিয়োগের কথাও বলা হয়েছে৷ নির্দেশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করার৷ রিপোর্টে হাই অ্যালার্ট জারি হয়েছে বেশ কয়েকটি অঞ্চলে৷ যাদের মধ্যে উল্লেখযোগ্য পাতিয়ালা, ভাথিণ্ডা, গুরুদাসপুর, পাঠানকোট এবং জম্মু-কাশ্মীরের৷ বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে দিল্লি পুলিশকে৷ গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, পাঞ্জাব থেকে দিল্লিতে ঢোকার চেষ্টা করছে ছয় থেকে সাতজন জঙ্গি৷ 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement