সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তেলেঙ্গানা (Telengana) আসলে ভারতের মধ্যে থাকা আফগানিস্তান, আর মুখ্যমন্ত্রী কেসিআর (KCR) আসলে তালিবান (Taliban)- এমনই বিতর্কিত মন্তব্য করলেন ওয়াই এস শর্মিলা। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন বিস্ফোরক মন্তব্য করেন ওয়াইএসআরটিপি দলের প্রতিষ্ঠাতা। প্রসঙ্গত, তেলেঙ্গানার এক বিধায়ককে কুকথা বলার জেরে গ্রেপ্তার করা হয়েছিল শর্মিলাকে (YS Sharmila)। তারপরেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তীব্র কটাক্ষ করেন তিনি।
মাহবুবাবাদের বিধায়ক শঙ্কর নায়েকের বিরুদ্ধে কুকথা বলার অভিযোগে রবিবারই গ্রেপ্তার করা হয়েছে শর্মিলাকে। সেই সময়েই গ্রেপ্তারির প্রতিবাদে সরব হন রাজশেখর রেড্ডির কন্যা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আসলে স্বৈরাচারী শাসক।
শর্মিলা বলেন, “কেসিআর আসলে অত্যাচারী শাসক, একনায়কতন্ত্রে বিশ্বাসী। ভারতীয় সংবিধান মানা হয় না তেলেঙ্গানায়। মুখ্যমন্ত্রী যা বলেন সেটাই হয়। তেলেঙ্গানা আসলে ভারতের মধ্যে থাকা আফগানিস্তান আর কেসিআর হলেন সেখানকার তালিবান।” এই মন্তব্য নিয়েই তীব্র বিতর্ক শুরু হয়েছে।
#WATCH | He (Telangana CM KCR) is a dictator, he is a tyrant, there is no Indian Constitution in Telangana, there is only KCR’s Constitution. Telangana is the Afghanistan of India and KCR is its Taliban: YSRTP Chief YS Sharmila pic.twitter.com/yAr8SyMT9h
— ANI (@ANI) February 19, 2023
প্রসঙ্গত, একটি জনসভায় শঙ্কর নায়েককে আক্রমণ করে বক্তৃতা দিতে গিয়ে কুকথা বলেন শর্মিলা। তারপরেই গ্রেপ্তারির দাবিতে ধরনায় বসেন নায়েকের দলীয় কর্মী-সমর্থকরা। এলাকায় অশান্তির আশঙ্কায় শর্মিলাকে গ্রেপ্তার করিয়ে হায়দরাবাদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। শান্তি ভঙ্গের অভিযোগ দায়ের করা হয়েছে শর্মিলার বিরুদ্ধে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.