সোমনাথ রায়, নয়াদিল্লি: কংগ্রেসে যোগ দিলেন ওয়াই এস শর্মিলা (YS Sharmila)। বৃহস্পতিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জ্জুন খাড়গে, সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) উপস্থিতিতে হাত শিবিরে যোগ দেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডির বোন। সেই সঙ্গে জানান, তাঁর বাবার স্বপ্ন ছিল রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখা। সেই লক্ষ্যেই এবার কাজ করবেন শর্মিলা। উল্লেখ্য, কয়েকদিন আগেই জল্পনা শুরু হয় যে কংগ্রেসে (Congress) যোগ দেওয়ার পরে বড় কোনও পদ দেওয়া হতে পারে তাঁকে।
বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে শর্মিলাকে দলে স্বাগত জানান রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা। ওয়াই এস আর কংগ্রেসের প্রাক্তন নেত্রী জানান, “রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চেয়েছিলেন আমার বাবা। সেই স্বপ্ন সত্যি করার জন্য কাজ করব, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে।” সেই সঙ্গে নেত্রী আরও জানিয়েছেন, তাঁর প্রতিষ্ঠিত ওয়াই এস আর তেলেঙ্গানা পার্টিও এবার মিশে যাবে কংগ্রেসের সঙ্গে।
সদ্য তেলেঙ্গানায় প্রথমবার সরকার গড়েছে কংগ্রেস। তার পরেই প্রতিবেশী রাজ্যেও ক্ষমতা দখলের জন্য ঝাঁপিয়েছেন রাহুল গান্ধীরা। অন্ধ্রের মুখ্যমন্ত্রীর বোন শর্মিলাকে কংগ্রেসে সই করিয়েই দক্ষিণের রাজ্যটিতে নয়া সমীকরণ তৈরির চেষ্টা চলছে। শর্মিলার পরে ওয়াই এস আর কংগ্রেস থেকে একঝাঁক নেতাও কংগ্রেসে যোগ দেবেন বলে আশা করছে হাত শিবির। কংগ্রেসের অনুমান, দলের অন্দরেই ক্ষোভের মুখে পড়েছেন জগন। তাই অনেক নেতাই জগনের দল ছাড়তে আগ্রহী।
উল্লেখ্য, কংগ্রেস ছেড়েই ওয়াই এস আর কংগ্রেস পার্টি গঠন করেছিলেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। সেই সময়ে দলের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন শর্মিলাও। ২০১২ সালে নতুন দল গঠনের পর বেশ কিছুদিন দুর্নীতির মামলায় জেল খাটেন জগন। সেই সময়ে দলের হাল ধরেছিলেন তাঁর বোনই। কিন্তু ২০২১ সালে শর্মিলা সাফ জানিয়ে দেন, দাদার সঙ্গে তাঁর রাজনৈতিক আদর্শ মিলছে না। নতুন দল গড়ে তেলেঙ্গানায় প্রচারও শুরু করেন। তবে শেষ পর্যন্ত কংগ্রেসেই ফিরলেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.