Advertisement
Advertisement

Breaking News

Dhruv Rathee

৭ শর্তে সাহায্যের বার্তা, রাজনীতিকদের খোলা চ্যালেঞ্জ ইউটিউবার ধ্রুব রাঠীর

কী সেই শর্ত?

Youtuber Dhruv Rathee’s Mission Swaraj is A Bold Vision for Maharashtra Elections
Published by: Amit Kumar Das
  • Posted:November 16, 2024 8:28 pm
  • Updated:November 16, 2024 8:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ আসনে বিধানসভা নির্বাচন। তার আগে দেশের রাজনৈতিক দল ও নেতাদের খোলা চ্যালেঞ্জ দিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। জানালেন, রাজনৈতিক দল বা নেতা তার শর্ত পূরণ করলে সেই দল বা রাজনীতিকের হয়ে প্রচারে নামবেন তিনি। এই বিষয়ে মোট ৭টি শর্ত দিয়েছেন জনপ্রিয় এই ইউটিউবার। নয়া এই চ্যালেঞ্জের নাম দেওয়া হয়েছে ‘মিশন স্বরাজ’।

নিজের ইউটিউব চ্যানেলে এই চ্যালেঞ্জ প্রসঙ্গে ধ্রুব রাঠী বলেন, ”৪০০ বছর আগে ছত্রপতি শিবাজী মহারাজ স্বরাজের স্বপ্ন দেখেছিলেন। যেখানে দেশের সব মানুষ সমান অধিকার পাবে। সমাজের নিচের সারিতে পড়ে থাকা মানুষ উপরে উঠে আসবেন। এখান ধনী ও গরিবের মধ্যে কোনও পার্থক্য থাকবে না। শিবাজীর এই স্বপ্নকে সামনে রেখেই আমি মিশন স্বরাজের চ্যালেঞ্জ জানাচ্ছি। যে দল এই চ্যালেঞ্জ গ্রহণ করবে আমি তাদের হয়ে প্রচার করব।” এই ইস্যুতে যে ৭টি চ্যালেঞ্জ ধ্রুব রাঠী দিয়েছেন তা হল, কৃষিকাজে কৃষকদের প্রশিক্ষণ, বৃষ্টির জলে কৃষিকাজ, বিনামূল্যে উপযুক্ত শিক্ষা, বিনামূল্যে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা, পরিবেশ রক্ষায় স্বচ্ছতা ও দূষণমুক্ত পরিবেশ, অপরাধমুক্ত নিরাপদ সমাজ এবং স্থানীয় উদ্যোগপতিদের তুলে ধরে সকলের জন্য রোজগার। নিশ্চিত করা।

Advertisement

শর্ত প্রকাশ করে ধ্রুব রাঠী জানান, কোনও রাজনৈতিক দল বা নেতা যদি তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করেন তাহলে সেই দল বা নেতাকে তুলে ধরা হবে। শর্তসাপেক্ষে আমরা তাদের সমর্থন জানিয়ে তাদের হয়ে প্রচার করা হবে। ভোটে জিতলে সেই দল ও নেতার কাছে হিসেব চাওয়া হবে বলেও জানান ইউটিউবার। পাশাপাশি এবারের ভোটে এই ইস্যুকে সামনে রেখে ভোটারদের ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, নানা ইস্যুতে বহু ভিডিও তৈরি করলেও ধ্রুব রাঠীর রাজনৈতিক ভিডিও বার বার সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। বিতর্কেও জড়িয়েছেন বহুবার ইউটিউবে তার সাবস্ক্রাইবার প্রায় আড়াই কোটি। এবার মহারাষ্ট্রের নির্বাচনের আগে ফের নিজের ভিডিওর মাধ্যমে রাজনৈতিক ময়দানে নেমে দলগুলিকে খোলা চ্যালেঞ্জ দিলেন ইউটিউবার। তবে তাঁর চ্যালেঞ্জ কোনও দল গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement