Advertisement
Advertisement

Breaking News

Death

মধ্যরাতে অভিসার, প্রেমিকার বাবাকে দেখেই ছাদ থেকে লাফ! মৃত্যু যুবকের

পুলিশে অভিযোগ করলেন যুবকের বাবা।

Youth Went To Girl's Home With Pizza and Fell To Death Hiding From Her Father | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Kishore Ghosh
  • Posted:August 9, 2023 1:38 pm
  • Updated:August 9, 2023 1:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকলের অলক্ষ্যে মধ্যরাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবক। সঙ্গে ছিল বান্ধবীর পছন্দের পিৎজা। কিন্তু ঘটনাস্থলে আচমকা হাজির হন তরুণীর বাবা। তাঁর পায়ের শব্দ পেয়ে বাড়ির ছাদ থেকে দ্রুত পালাতে গিয়ে চারতলা থেকে পড়ে মৃত্যু হল ওই যুবকের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তরুণীকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত রবিবার, হায়দরাবাদের (Hyderabad) বোরাবান্দা এলাকায়। মৃত যুবকের নাম শোয়েব (২০)। ওইদিন রাতে প্রেমিকার বাড়ির ছাদে উভয়ের দেখা করার কথা ছিল। সেই মতো বান্ধবীর পছন্দের পিৎজা সঙ্গে নিয়ে হাজির হন। ছাদে যুগলে দেখাও করেন। কিন্তু আচমকা সিঁড়ি বেয়ে ছাদে উঠে আসেন তরুণীর বাবা। তাঁর পায়ের শব্দ পেয়েই ভীত শোয়েব বিপজ্জনকভাবে ছাদের কার্নিশে চলে যান। এর পর হাতের কাছে একটি তার পেয়ে তাই বেয়ে নিচে নামার চেষ্টা করেন। তখনই হাত ফসকে চার তলা থেকে পড়ে যান।

Advertisement

[আরও পড়ুন: ‘কংগ্রেসের পরিবারতন্ত্রই পওয়ারকে প্রধানমন্ত্রী হতে দেয়নি’, হাত শিবিরকে খোঁচা মোদির]

রাত তিনটে নাগাদ গুরুতর আহত যুবককে নিকটবর্তী ওসমানিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভোর সাড়ে পাঁচটা নাগাদ সেখানকার চিকিৎসকরা জানান, মাথায় চোট পাওয়ার কারণে যুবকের মৃত্যু হয়েছে। এদিকে শোয়েবের বাবা গাফিলতির অভিযোগ এনে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন।

[আরও পড়ুন: জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ব্যাপক ধস, ফের দুর্যোগের জেরে বন্ধ অমরনাথ যাত্রা!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement