Advertisement
Advertisement
Telangana

‘আমি মরলে একটা প্রাণ যাবে’, তেলেঙ্গানায় জলমগ্ন সেতু থেকে ৯ জনকে উদ্ধার যুবকের

তেলেঙ্গানায় গত কয়েক দিন ধরেই দুর্যোগ চলছে।

Youth Saves 9 people from a plunged bridge in Telangana
Published by: Kishore Ghosh
  • Posted:September 3, 2024 7:08 pm
  • Updated:September 3, 2024 7:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংকটই চেনায় মানুষকে। তেলেঙ্গানায় ৯ বন্যা দুর্গতকে জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করলেন এক যুবক। ঘটনাস্থলে নদীর জল সেতুর উপর দিয়ে বইছিল। সেতু পারাপার করার সময় মাঝখানে আটকে পড়েন ৯ জন। বুলডোজার নিয়ে সেতুর উপরে উঠে তাদের উদ্ধার করলেন ওই যুবক।

তেলেঙ্গানায় গত কয়েক দিন ধরেই দুর্যোগ চলছে। লাগাতার বৃষ্টিতে একাধিক জেলা প্লাবিত। রাস্তা জলের তলায় চলে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ব্যবস্থা। একই কারণে রাজ্যের খাম্মাম জেলায় মুনেরু নদীর জল সেতুর উপর দিয়ে বইছিল। তখনই প্রকাশ নগর সেতু পার করতে গিয়ে আটকে পড়েছিলেন ৯ জন। সেতুর দুই প্রান্তে বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন। যদিও জলস্রোতের দিকে তাকিয়ে ভয়ে কেউ উদ্ধারে এগোননি। এমন সময় সাহসী সিদ্ধান্ত নেন হরিয়ানার বাসিন্দা সুভান নামের এক যুবক। কী করলেন তিনি?

Advertisement

 

[আরও পড়ুন: দূষিত জল খেয়ে নয়ডায় অসুস্থ শতাধিক! হাসপাতালে আশঙ্কাজনক শিশুরাও]

সকলে যখন হাল ছেড়ে দিয়েছেন, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন সুভান। বুদ্ধি করে তিনি একটি বুলডোজার নিয়ে আসেন। সেটি চালিয়ে সেতুর মাঝখানে এগোতে থাকেন। যদিও অনেকেই তাঁকে জীবনের ঝুঁকি নিতে নিষেধ করেছিলেন। সেই সময় সুভান জবাব দেন, “আমি মরলে একটি প্রাণই যাবে। কিন্তু যদি বেঁচে ফিরি, তা হলে ৯ জনকে নিয়েই ফিরব।” শেষ পর্যন্ত সাহসী সুভানকে সঙ্গ দিয়েছে ভাগ্য। ৯ জনকে উদ্ধার করেন যুবক। তাঁকে কুর্নিশ জানাচ্ছে তেলঙ্গানা প্রশাসন।

 

[আরও পড়ুন: অবসরের পরে রায়দান? সুপ্রিম নজরে হাই কোর্টের বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement