Advertisement
Advertisement

ব্যাচেলার্স পার্টি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত যুবক

নতুন জীবনে পা রাখার কয়েক ঘন্টা আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক৷

Youth dies on the day of engagement.
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 4:16 pm
  • Updated:September 4, 2016 4:23 pm  

 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে যাচ্ছিলেন দিল্লির বাসিন্দা বছর চব্বিশের অভিজিত সিংহ৷ ব্যাচেলর তকমা ঝেড়ে ফেলে আনুষ্ঠানিক ভাবে প্রেমিকার সঙ্গে বাগদান হওয়ার কথা আজ৷ তাই আগের দিন রাতে বন্ধুদের সাথে বাচেলার্স পার্টিও সেরে ফেলেছিলেন৷ কিন্তু নতুন জীবনে পা রাখার কয়েক ঘন্টা আগেই দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিজিত৷

Advertisement

লাজপত নগরে বন্ধুদের আয়োজিত পার্টি থেকে ভোরবেলা বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি৷ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পেশায় নির্মাণ ব্যবসায়ী অভিজিত তার বি এম ডব্লিউ গাড়ি চালিয়ে লোধি ফ্লাইওভার দিয়ে বাড়ির পথেই যাচ্ছিলেন৷ কিন্তু সেখানেই সে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের গার্ডরেলে ধাক্কা দেয়৷ ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত যদিও বলা যাচ্ছে না গাড়ি চালানোর সময় অভিজিত মদ্যপ ছিলেন কিনা তবে তার গাড়ির গতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল যার কারণে দুর্ঘটনার ভয়াবহতা আরও মারাত্মক আকার নেয়৷

দুর্ঘটনায় মাথায় আঘাত পান অভিজিত৷আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে সেখানেই চিকিৎসা চলাকালীন তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন৷

আজাদপুরের ব্যবসায়ী পরিবার ছেলের মৃত্যুর আকস্মিকতায় শোকস্তব্ধ৷ পরিবারের পক্ষ থেকে কেউই ঘটনা না নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি৷ পুলিশ জানিয়েছে আপাতত ২৭৯ ধারায় বেপরোয়া গাড়ি চালানো ও ৩০৪এ ধারায় অবহেলায় মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে৷ অন্য কোন গাড়ির কারণে দুর্ঘটনা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement