Advertisement
Advertisement

Breaking News

২০২০ ব্যাংক

ব্যাংক কিংবা আদালতের জরুরি নথিতে উল্লেখ করুন পুরো সাল, নাহলেই বিপদ!

'২০২০' না লিখলে আপনারই ক্ষতি। কেন জানেন?

You should write 2020 as year on your important papers
Published by: Sulaya Singha
  • Posted:January 1, 2020 8:43 pm
  • Updated:January 1, 2020 8:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহাতেই বদলে গিয়েছে ক্যালেন্ডার। ২০১৯ নয়, আজ, বুধবার থেকে কর্মক্ষেত্রে মনে করে লিখতে হচ্ছে ২০২০। অভ্যাসের বশে আমার-আপনার মতো আর পাঁচজনও তারিখের পাশে বছর লেখার সময় ২০২০-কে ছোট করেই শুধু ‘২০ লিখতে পারেন। ঠিক যেমন ২০১৯-কে এতদিন ‘১৯ লিখে এসেছেন। কিন্তু এমনটা করলে মহা বিপদে পড়তে পারেন। প্রতারণার খপ্পরে পড়ে খোয়া যেতে আপনার সমস্ত অর্থ ও সম্পত্তি! ভাবছেন কীভাবে?

তবে একটু বিস্তারিত বলা যাক। ধরুন ব্যাংক কিংবা আদালতের কোনও গুরুত্বপূর্ণ নথিতে সই করার পর তারিখ লিখলেন। সেখানে দিন ও মাসের পাশে বসিয়ে দিলেন ‘২০। পরবর্তীকালে যে কেউ অনায়াসে সেই তারিখটি বদলে ২০-এর পাশে যা ইচ্ছা সংখ্যা যোগ করে দিতেই পারেন। তাহলেই কিন্তু আপনার লেখা তারিখটি সম্পূর্ণ বদলে যাবে। ২০-র পাশে ২১ বা ২২ বসিয়ে দিলেই কেলেঙ্কারি। আপনার সমস্ত তথ্য একেবারে ঘেঁটে ঘ হয়ে যাবে। সেই কারণেই ব্যাংক কর্মী এবং আইনজীবীদের তরফে পরামর্শ দেওয়া হচ্ছে, যেন সইয়ের সঙ্গে পুরো সালের উল্লেখ করেন প্রত্যেককে।

Advertisement

[আরও পড়ুন: ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ খবর, এবার ভিসা ছাড়াই ঘোরা যাবে মালয়েশিয়া]

সই নকল করে প্রতারণার ফাঁদে পড়ে অর্থ খোয়ার ঘটনা অনেক সময়ই শিরোনামে উঠে এসেছে। সেই কারণে বছরের প্রথম দিনই সকলকে সতর্ক করা হচ্ছে ব্যাংক, পোস্ট অফিস এবং আইনজীবীদের তরফে। ব্যাংকের চেক হোক বা সম্পত্তির কাগজ, সমস্ত নথিতেই গোটা গোটা করে বছরের উল্লেখ করুন। অনেক সময় পরিচয়পত্রের কপি বিভিন্ন জায়গা সই করে জমা দিতে হয়। সেক্ষেত্রেও প্রয়োজন হয় সই ও তারিখ। সেখানেও অবশ্যই উল্লেখ করুন ২০২০। অন্যদেরও একইভাবে সতর্ক করুন।

নিজে সতর্ক থাকলেই যে কোনও প্রকার প্রতারণার হাত থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। তাই অফিসের ফাইল হোক কিংবা বিয়ের রেজিস্ট্রেশন, সব ধরনের কাগজেই লিখতে হবে ২০২০। নাহলে ভেবে দেখুন, ২০২০-তে বিয়ে করেও কয়েকদিন পর জানতে পারলেন সার্টিফিকেটে বছরটাই বদলে গিয়েছে!

[আরও পড়ুন: CAA বিক্ষোভের জের, অসমে পর্যটন শিল্পে ১০০০ কোটি টাকার লোকসান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement