Advertisement
Advertisement
Modi

‘আপনি আমায় ভুল প্রমাণ করেছেন’ মোদির সঙ্গে আলাপচারিতায় আবেগে ভাসলেন পদ্মশ্রী শিল্পী

বুধবার পদ্ম সম্মান তুলে দেওয়া হয় শিল্পীকে।

Published by: Kishore Ghosh
  • Posted:April 6, 2023 10:06 am
  • Updated:April 6, 2023 10:41 am

সংবাদ প্রতিদিন ডিজিটা ডেস্ক: চলতি বছরে কেন্দ্রের পদ্ম সম্মান প্রাপক ১০৬ জন। এর মধ্যে ৫ এপ্রিল, বুধবার ৫২ জনকে কেন্দ্রের তরফে পদ্ম সম্মানে তুলে দেওয়া হয়। তাঁদেরই অন্যতম শিল্পী রশিদ আহমেদ কাদরি (Rashid Ahmed Qadri)। কর্নাটকের (Karnataka) বাসিন্দা রশিদ হস্তশিল্পের সঙ্গে যুক্ত। গতকাল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) তাঁর হাত পদ্মশ্রী (Padma Shree) পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। তাতেই আবেগাপ্লুত হলেন শিল্পী। মোদির উদ্দেশ্যে বলেন, “আপনি আমায় ভুল প্রমাণ করেছেন।” কেন বললেন এমন কথা?

দেশের রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম সম্মান পাওয়া পরেই আবেগঘন হয়ে পড়েন রশিদ। এরপরেই তাঁকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান মোদি। একটি ভিডিওতে দেখা গিয়েছে, শিল্পীর সঙ্গে করমর্দন করছেন প্রধানমন্ত্রী। এই সময়েই আবেগময় আলাপচারিতায় রশিদ আহমেদ কাদরি মোদিকে জানান, তিনি ভেবেছিলেন বিজেপি সরকারের আমলে পদ্ম সম্মান পাবেন না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার সেই ধারণাকে ভুল প্রমাণ করেছে।

Advertisement

[আরও পড়ুন: শ্রদ্ধা কাণ্ডের ছায়া হরিয়ানায়, বিদেশ থেকে ডেকে এনে তরুণীকে খুন, দেহ পুঁতেও দিলেন প্রেমিক!]

মোদিকে তিনি আরও বলেন, “ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন পদ্ম সম্মানের আশা করেছিলাম, যদিও পাইনি। … কখনওই ভাবিনি যে বিজেপি সরকার আমায় কোনও সম্মান বা পুরস্কার দেবে। কিন্তু আমায় ভুল প্রমাণ করেছেন আপনি। এর জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।” মোদি অবশ্য শিল্পীর এই কথার উত্তর দেননি। তিনি হাসেন এবং হাতজোড় করে নমস্কার জানান। উল্লেখ্য, বুধবার যে ৫২ জন পদ্ম সম্মানে সম্মানিত হয়েছেন তার মধ্যে দু’জন পদ্মবিভূষণ প্রাপক, পাঁচ জন পদ্মভূষণ এবং ৪৫ জন পদ্মশ্রী সম্মান প্রাপক।

[আরও পড়ুন: একাই সব মাংস সাবাড়! প্রতিবাদ করায় ছেলেকে পিটিয়ে মারল বাবা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement