সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগে বিবিসির (BBC) বিতর্কিত ডকু-সিরিজ ‘দ্য মোদি কোয়েশ্চেন’ নিয়ে সরগরম হয় জাতীয় রাজনীতি। ওই ছবি নিষিদ্ধ ঘোষণার পর দিল্লি ও মুম্বইয়ের বিবিসি দপ্তরে আয়কর হানায় বিতর্ক নতুন মাত্রা নেয়। সংস্থাটি বিবিসি হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক বিতর্কেরও চেহারা নয়। এই অবস্থায় গোটা বিশ্বের শিল্পপতিদের উদ্দেশে ইঙ্গিতবাহী বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তাঁর মতে, বিনিয়োগের জন্য আদর্শ জায়গা হয়ে উঠছে ভারতের বিরাট বাজার। দেশের সুদক্ষ যুবশক্তি, উন্নত প্রযুক্তি এবং সুষ্ঠু আইনের শাসন গোটা পৃথিবীর ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয়। একধাপ এগিয়ে আরও বলেন, এখানে কেন্দ্র বা মোদির বিরুদ্ধে কথা বললেও ব্যবসায় প্রভাব পড়ে না।
দিল্লিতে রাইসিনা ডায়ালগ ২০২৩-এ অংশ নেন নির্মলা। সেখানেই দাবি করেন, ভারতে সব ধরনের ব্যবসাকে সম্মান জাননো হয়। এদিন তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, বিশ্বজুড়ে টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে কীভাবে আশাবাদী হচ্ছেন তিনি। উত্তর কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রের ‘সঠিক সমন্বয়’ই এর কারণ। দেশে দক্ষ যুবশক্তি রয়েছেন। অন্যদিকে রয়েছেন মধ্যবিত্ত সম্প্রদায়। এর ফলে চাহিদা এবং যোগানের মধ্যে সমন্বয় তৈরি হচ্ছে।
এইসঙ্গে নির্মলা বলেন, “আপনি সরকার ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারেন। এর পরেও ব্যবসায় কোনও প্রভাব পড়ে না। এখানে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয়নি আবার কেউ নিখোঁজও হন না।” অনেকের অভিমত, চিন থেকে আলিবাবা গ্রুপের প্রতিষ্ঠাতা জ্যাক মা-র অন্তর্ধানের ঘটনাই বুঝিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। নির্মলা আরও দাবি করেন, “বিনিয়োগ উৎসাহ দান কেবলমাত্র কেন্দ্রেই সীমাবদ্ধ নয়।” রাজ্য স্তরেও বিনিয়োগ টানার প্রয়াস ও প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে ‘কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া হয় না’ মন্তব্যে অনেকে আদানি গোষ্ঠীর গন্ধ পেয়েছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.