Advertisement
Advertisement

ক্যাশলেস কেনাকাটায় পুরস্কার জিতুন ১কোটি টাকা

 ডিজিটাল কেনাকাটায় আপনিও হতে পারেন ১ কোটি টাকার পুরস্কার বিজয়ী

You can get 1 crore, if you use digital transactions
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 8:47 pm
  • Updated:December 15, 2016 8:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ক্যাশলেস কেনাকাটায় ক্যাশব্যাক অফার৷ এই অফারে ১কোটি টাকাও আপনি পেয়ে যেতে পারেন৷ লাকি ড্র-র মাধ্যমে বেছে নেওয়া হবে এই পুরস্কার বিজেতাকে৷ ২৫ ডিসেম্বর থেকে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই অফার৷ বৃহস্পতিবার সরকারিভাবে একথা ঘোষণা করেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত৷ যেটাকে বড়দিনের উপহার হিসেবেই দেখছেন অনেকে৷

  • দুটি ভিন্ন যোজনার কথা ঘোষণা করা হয়েছে৷ যেগুলো হল লাকি গ্রাহক যোজনা ও ডিজিধন ব্যাপারী যোজনা৷
  • ২৫ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই লাকি ড্র-চলবে ১৪ এপ্রিল পর্যন্ত
  • ১০০ দিনে ১৫হাজার গ্রাহক ১০০০টাকা পর্যন্ত টাকা ফেরত পাবেন৷
  • ডিজিধন ব্যাপারী যোজনায় সপ্তাহে ৭ হাজার বিজেতাকে পুরস্কার দেওয়া হবে সর্বাধিক ৫০ হাজার টাকাও পুরস্কার পাবেন৷
  • এমনকি ডিজিধন ব্যাপারী যোজনা ও লাকি গ্রাহক ব্যাপারী যোজনায় দৈনিক, সাপ্তাহিক মেগা পুরস্কার থাকছে ১কোটি টাকা পর্যন্ত৷
  • এমনকি ৫০ টাকা থেকে ৩০০০ হাজার টাকার মত স্বল্প মূল্যের কেনাকেটাতেও এই সুযোগ থাকছে৷

কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে ও দেশে ক্যাশলেস ইকনমি তৈরিতে উৎসাহ দিতেই কেন্দ্রের এই উদ্যোগ তা বলাই বাহুল্য৷ সরকারের এই খাতে খরচ হচ্ছে ৩৪০ কোটি টাকা৷ সরকারে এই লাকি ড্র অফারের কথা বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জানানো হলেও একথা আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement