Advertisement
Advertisement

নোটিস দিয়ে বিয়ের অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি যোগী সরকারের

কোথায় ঘটল এমন আজব কাণ্ড?

Yogi's wedding diktat in UP

Published by: Sayani Sen
  • Posted:December 1, 2018 5:49 pm
  • Updated:December 1, 2018 5:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথায় বলে, দুটি পরিবারের মধ্যে লাখ কথার পরেই নাকি বিয়ে হয়৷ বিয়ের দিন ঠিক করা থেকে কোথায় অনুষ্ঠান হবে সেই জায়গার বন্দোবস্ত করা, আয়োজনের শেষ নেই৷ দুটি পরিবারের সুবিধা-অসুবিধার কথা ভেবেই সাধারণত ব্যবস্থাপনা করা হয়৷ কিন্তু যোগীর রাজ্যে ঘটছে আজব কাণ্ড৷ এখানে দুটি পরিবার নয়, রাজ্য সরকারের নির্ধারিত দিনেই বিয়ে করতে হচ্ছে যুবক-যুবতীদের৷ যোগী আদিত্যনাথের এহেন নির্দেশ শুধু আপনাকে নয়, অবাক করেছে গোটা রাজ্যের মানুষকেই৷

[এই গ্রামে ঋতুমতী অবস্থায় স্কুলে যেতে মানা কিশোরীদের]

যোগীর জারি করা নয়া নির্দেশিকা অনুযায়ী, সামনের বছরের জানুয়ারী থেকে মার্চের মধ্যে প্রয়াগরাজ বা ফৈজাবাদে বিয়ে করতে পারবেন না ওই রাজ্যের যুবক-যুবতীরা৷ ইতিমধ্যেই ওই নির্দেশিকা জেলা প্রশাসনিক কর্তাব্যক্তিদের কাছে পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কুম্ভমেলার কথা মাথায় রেখেই নাকি বিয়ের অনুষ্ঠানের উপর এহেন নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি৷ ওই বিবৃতিতে লেখা হয়েছে, মকর সংক্রান্তি এবং পৌষ পূর্ণিমা উপলক্ষে জানুয়ারিতে গঙ্গাস্নান করবেন পুণ্যার্থীরা৷ পুণ্যলাভের আশায় ফ্রেবুয়ারির মৌনী অমাবস্যা, মাঘী পূর্ণিমা এবং বসন্ত পঞ্চমী তিথিতেও গঙ্গাস্নান করেন অনেকেই৷ এছাড়া মার্চে রয়েছে শিবরাত্রির গঙ্গাস্নান৷ এই সময়ে স্বাভাবিকভাবেই গঙ্গার ঘাটে ভিড় জমান বহু মানুষ৷ তার উপর আবার বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান থাকলে গঙ্গার ঘাটে আরও ভিড় বাড়বে৷ সেক্ষেত্রে যেকোনও মুহূর্তে ঘটতে পারে বিপদ৷ রাজ্যবাসী যাতে কোনও বিপদে না পড়েন, তাই এহেন উদ্যোগ যোগী সরকারের৷

Advertisement

[মহাপ্রলয়ে ধ্বংস হতে পারে হিমালয়! কী বলছেন বিজ্ঞানীরা?]

নতুন বছর শুরু হতে আর মাত্র মাসখানেক বাকি৷ যাঁরা সামনের বছরের গোড়ার দিকে বিয়ের আয়োজন করেছেন, সমস্যায় পড়েছেন তাঁরা৷ ইতিমধ্যে অনেকেই বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া করে ফেলেছেন, কেউ কথা বলে ফেলেছেন ক্যাটারিং সংস্থার সঙ্গেও৷ যার ফলে সমস্যায় পড়েছেন অনেকেই৷ আচমকা এই নির্দেশিকায় বিরক্ত বিবাহযোগ্য যুবক-যুবতী এবং তাঁদের পরিজনেরা৷ বিয়ের মরশুমে ব্যবসায় একটু বেশি লাভের আশা করে ক্যাটারিং সংস্থাগুলি৷ যোগীর এহেন আজব নির্দেশিকাকে ভাল চোখে দেখছেন না ব্যবসায়ীরা৷ লোকসানের কথা ভেবে হতাশ তাঁরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement