সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেউ করছেন প্রশংসা, কেউ করছেন নিন্দা৷ তাঁর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে আলোচনা সব প্রকারেরই হচ্ছে৷ কিন্তু তাতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সিদ্ধান্তের পালা থেমে থাকছে না৷ এবার তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতাকে অনুসরণ করতে চলেছেন তিনি৷ আম্মার মতোই রাজ্যে গরিবদের জন্য সস্তার ক্যান্টিন খুলতে চলেছেন আদিত্যনাথ৷ যেখানে সকালের খাবার মিলবে মাত্র ৩ টাকায় এবং রাতের খাবার জন্য মূল্য চোকাতে হবে মাত্র ৫ টাকা৷
[হোয়াটসঅ্যাপের সাহায্যে চলন্ত ট্রেনে মহিলার প্রসব করিয়ে নজির হবু ডাক্তারের]
গরিবদের সুষম আহার দিতেই এই পরিকল্পনা করেছে যোগীর সরকার৷ নাম ঠিক হয়েছে ‘অন্নপূর্ণা ভোজনালয়’৷ সবেমাত্র প্রস্তাবটি দেওয়া হয়েছে উত্তরপ্রদেশের শ্রম দপ্তর ও নগরোন্নয়ন দপ্তরকে৷ এপ্রিল মাসের ১২ তারিখের মধ্যেই যাবতীয় পরিকল্পনা ছকে রিপোর্ট দিতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর দরবারে৷ এরপরই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সমস্ত বিশেষজ্ঞরা বসবেন আর পরবর্তী পদক্ষেপ স্থির করবেন৷
তবে সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে প্রায় ২০০টি ‘অন্নপূর্ণা ভোজনালয়’ তৈরি করার ভাবনাচিন্তা করা হয়েছে৷ সবার প্রথমে লখনউ, কানপুর, গাজিয়াবাদ ও গোরখপুরে এই ভোজনালয়গুলি খোলা হবে৷ যেখান থেকে নামমাত্র টাকা দিয়ে পেটপুরে খেতে পারবেন গরিব-দুঃস্থ মানুষরা৷ প্রসঙ্গত, বিজেপি শাসিত রাজস্থানেও রয়েছে এরকম ভোজনালয়ের ব্যবস্থা৷ যেখানে মাত্র ৫ টাকায় সকালের খাবার ও ৮ টাকায় রাতের খাবার পান গরিব মানুষজন৷
[ঘনিষ্ঠতা আর রোম্যান্সে ট্রেলারেই নজর কাড়ল ‘হাফ গার্লফ্রেন্ড’]
সম্প্রতি অবৈধ কসাইখানা বন্ধ করে নানা মহলে সমালোচনার মুখে পড়তে হয়েছে আদিত্যনাথের সরকারকে৷ কিন্তু নিজের অবস্থান থেকে নড়েননি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী৷ অবশ্য কসাইখানার মালিকদের লাইসেন্সের প্রক্রিয়ায় অনেক সুবিধা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে৷ শোনা গিয়েছে, ভবিষ্যতে গরুদের আশ্রয়ের জন্য ‘গৌশালা’ তৈরি করার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর৷ এর পাশপাশি অবৈধ মদের দোকানগুলির উপরও কড়া নজর রয়েছে তাঁর৷ তবে তার আগে ভোজনালয়ের এই সিদ্ধান্তে প্রশংসাই পাবেন মুখ্যমন্ত্রী৷ যদি তিনি প্রস্তাবিত সময়ের মধ্যে নিজের ভোজনালয়ের কাজ শেষ করতে পারেন৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷
[তপন দত্ত হত্যা মামলায় ফের বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ হাই কোর্টের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.